এফএনএস স্পোর্টস: সদ্য শেষ হওয়া মৌসুমে ইউরোপের শীর্ষ তিন ক্লাব প্রতিযোগিতার ফাইনালেই ছিল অন্তত একটি ইটালিয়ান দল। বিষয়টি ইটালিয়ান ফুটবলের জন্য বেশ ইতিবাচক দিক বলে মনে করেন রবের্তো মানচিনি। এখান থেকে অনুপ্রেরণা নিয়েই উয়েফা নেশন্স লিগের ফাইনালে যাওয়ার আশায় ইতালির কোচ। ফাইনালে উঠলেও ইতালির তিন ক্লাবের কেউই অবশ্য শেষ পর্যন্ত ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হারে ইন্টার মিলান। ইউরোপা লিগের শিরোপা লড়াইয়ে রোমা টাইব্রেকারে হেরে যায় সেভিয়ার বিপক্ষে। আর ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে ৯০তম মিনিটে গোল খেয়ে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ২-১ ব্যবধানে হারে ফিওরেন্তিনা। নেশন্স লিগের দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার স্পেনের বিপক্ষে লড়াইয়ের আগে মানচিনি বললেন, তিন ইটালিয়ান ক্লাবেরই ফাইনালে জয় প্রাপ্য ছিল। “আমাদের জন্য খুবই ইতিবাচক দিক এটি (তিন ক্লাবের ফাইনালে খেলা)। আমি মনে করি তাদের জন্য খুব দুর্ভাগ্যজনক ছিল, কারণ তিন দলের কারও নিজ নিজ ফাইনালে হার প্রাপ্য ছিল না।” “কিন্তু মাঝে মাঝে ফুটবল নিষ্ঠুর এবং অদ্ভুত। তিন দলই সম্ভবত জিততে পারত। এবং অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ইতালি ফাইনালে উঠেছিল। তারা খুব ভালো খেলেছে। তাদের ভালো খেলোয়াড় আছে।”সবশেষ দুটি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় ইতালি। নেশন্স লিগের গত আসরে তারা সেমি-ফাইনালে হেরে যায় স্পেনের কাছেই। এবার ফাইনালে খেলা তো বটেই, ট্রফি জিততে নিজেদের উজাড় করে দেওয়ার প্রত্যয় মানচিনির। “আমরা দ্বিতীয়বারের মতো নেশন্স লিগের ফাইনালসে (শেষ চারে) এসেছি এবং এটি ভালো অর্জন, বিশেষ করে আমরা বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় নিয়ে গ্রæপ পর্বে খেলেছি। অবশ্যই ট্রফি জেতা খুব গুরুত্বপূর্ণ হবে এবং আমরা আমাদের সেরাটা দেব।”