আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর-চাপড়ায় ইকরা একাডেমির শাখা উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় ইউনিয়নের উত্তর চাপড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইকরা একাডেমির মহা পরিচালক হাফেজ মাওঃ জালাল উদ্দীন। বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা একাডেমী জামে মসজিদের খতিব ও ইমাম মাওঃ মুফতি দিদারুল ইসলাম। ইসলামি শিক্ষাই মুসলিম জাতির মেরুদন্ড’ শ্লোগানকে সামনে রেখে একাডেমিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফরম বিতরণ ও ভর্তি কার্যক্রম চলবে বলে জানা গেছে। মান সম্মত আধুনিক শিক্ষার সাথে পবিত্র কুরআনুল কারীম ও দ্বীনি শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষাদান কেন্দ্র ইকরা একাডেমিতে সন্তানদেরকে ভর্তির জন্য অতিথি বর্গ উপস্থিত ব্যক্তিবর্গের প্রতি আহবান জানান।