বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শেখ শহর আলী, সহ সভাপতি রুহুল আমিন গাজী, সাধারণ সম্পাদক ইজ্জত আলী মোড়ল, সহ সম্পাদক শেখ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, মাদ্রাসার মুহতামিম হাফেজ আশরাফ আলীসহ শিক্ষক মন্ডলী, প্রমুখ। এসময় সূধীবৃন্দ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।