“কবিতা আমাদেরকে সত্যিকারের মানুষ হওয়ার পাশা পাশি প্রেরণা, শক্তি ও সাহস যোগায়। যারা কবিতা লেখেন, তারা আমাদের প্রিয় ব্যক্তিত্ব। কবিতা পড়লে শিশুদের মননে অঙ্কুরিত হবে মানবিকতার বীজ। এ কবিতার পরতে পরতে ঠিকরে পড়ে অপার সৌন্দর্য। খাঁটি মানুষ হওয়ার জন্য কবিতা’। গতকাল বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ সদর এমপির কার্যালয়ে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে কবি ও লেখক ফরিদা ইয়াছমিন বেগম রচিত ইচ্ছেনদীর ঢেউ কবিতার বই উপহার দিলে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউলাহ আল-হাদী, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ইচ্ছেনদীর ঢেউ কবিতার রচয়িতা লেখক ও কবি ফরিদা ইয়াছমিন বেগম, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি