এক বিএমএফ সদস্যের মৃত্যু ঃ হাওড়াদাহ নদী চর থেকে উদ্ধার
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ভারত বিভক্তকরন খরস্রোত ইছামতি নদীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএমএফের টহল বোর্ডডুবে পানিতে ডুবে মোহাম্মদ রিয়াজউদ্দীন (৩০) নামের এক বিএমএফের সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ইছামতি নদীতে বিএমএফের সদস্যরা টহল বোর্ডে অবস্থান করে টহলরত ছিলেন এ সময় ঝড় বৃষ্টিতে টহল বোর্ডটি ডুবে গেলেবোর্ডে অবস্থান করা অন্যান্য সদস্যরা সাতরিয়ে বাঁচলেও রিয়াজউদ্দীন নামের বিএম এফের সদস্য সাতার না জানায় পানিতে ডুবে মৃত্যুবরন করে। জোয়ারের পানি নেমে গেলে গতকাল অকালে সদর উপজেলার হাওড়দাহ এলাকায় ইছামতির পানি নেমে যাওয়া চরে লাশ পড়ে থাকলে যৌথ প্রচেষ্টায় উক্ত লাশ উদ্ধার পরবর্তি বিএমএফের সদস্যদের হস্তগত হয়।সূত্র জানায় পানিতে ডুবে মৃত্যুবরনকারী বিএমএফের সদস্য মোহাম্মদ রিয়াজউদ্দীন ভারতের ৮৫ বিএমএফ ব্যাটেলীয়নের অন্তর্ভূক্ত বিএমএফ ক্যাম্পে কর্মরত ছিলেন। শাখরা বিওপি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আনিছুর রহমান জানান ভারতীয় ৮৫ বিএমএফ ব্যাটেলিয়নের আওতাধীন বিএম এফের সদস্যরা বৃহস্পতিবার রাতে ইছামতি নদীতে ইঞ্জিন চালিত বোর্ডে তাদের সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন এ সময় ঝড় বৃষ্টির কবলে পড়লে বোর্ডটি ইছামতি নদীতে ডুবে গেলে অপরাপর সদস্যরা সাঁতার কেটে ড্ঙ্গাায় উঠলেও সাতার নাজানায় অপর সদস্য মোহাম্মদ রিয়াজউদ্দীন পানিতে ডুবে মৃত্যুবরন করেন।