সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে ইজ্জত উল্লাহ শ্যামনগরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত নূরনগরে জামায়াতে সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাইক্লিং প্রতিযোগিতা, রেজিষ্টে্রশন চলছে আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে গাইড নির্বাচনের অভিযোগ নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাংবাদিক সম্মেলন ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ডুমুরিয়া মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫

ইজিবাইক, টমটম যান তৈরীর সুনিপুন করিগর শহরের জনতা গ্যারেজের স্বত্ত্বাধিকারী আজিজুল ইসলাম স্বাধীন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪

দৃষ্টিপাত রিপোর্ট ॥ প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নয়, পড়ালেখা ও যেতমন হইনি, স্বীকৃতি কোন কারিগরি প্রতিষ্ঠান থেকে ডিগ্রী নেই, অথচ অবলিলায় ইজিবাইকক এর ইঞ্জিন তৈরী, ফিটিং সার্ভিসিং বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরী এবং মেরামত করে চলেছেন, অকেজো, ভাঙ্গাচোরা, ভাংড়ির ঘরে যাওয়ার উপক্রম হওয়া গাড়ী নিজের মনন, মেধা আর শৈলীর মাধ্যমে চলাচলের উপযুক্ত করে চলেছেন। নিজ উদ্ভাবনী চিন্তায় রং করা সহ সব ধরনে ফিটিং এ অসাধারন সৃষ্টি করে চলেছে। ইজিবাইকের পাশাপাশি ইজিবাইক সাদৃশ্য গাড়ী, সহ টমটম জাতীয় যান তৈরীতে তার অসাধারন দক্ষতা ইতিমধ্যে তাকে অনন্য গুনের ও সৃষ্টির অধিকারীতে পরিনত করেছেন। হ্যাঁ আমরা এতোক্ষনে যার কথা বলছিলাম তিনি হলেন আজিজুল ইসলাম স্বাধীন, শহরের খুলনা রোডস্থ সদর হাসপাতাল সড়কের জনতা গ্যারেজের স্বত্ত্বাধিকারী, কামালনগরের বাসিন্দা স্বাধীনের সৃষ্টিশীলতা এবং নিজের দক্ষতা তাকে বিশেষ ভাবে আলোচিত, আলোকিত করেছে। এই প্রতিনিধি ইজিবাইক তৈরীর কারিগর জনতা গ্যারেজে দীর্ঘসময় অবস্থান করে প্রত্যক্ষ করেন সুনিপন ভাবে নিজের মেধায় তৈরী করছেন ইজি বাইকের বিভিন্ন অংশ, গ্যাস আর বিদ্যুৎ শক্তি ব্যবহারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরী এবং লোহা লক্করের সংমিশ্রনে তৈরী করছেন বিভিন্ন ধরনের অংশ, একাধিক সহকারী নিয়ে গড়ে তুলেছেন যান তৈরীর এক ভুবন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও এই সৃষ্টিশীল কারিগর জানান তিনি হঠাৎ করেই বা সহসাই ইজিবাইক এবং টমটম তৈরীর দক্ষতা অর্জন করেন নাই, দীর্ঘ পরিশ্রম, কাজের প্রতি মনোযোগী, এক কথায় বলা যায় নিরবিচ্ছিন্ন অধ্যাবসায়, ধৈর্য এবং পরিশ্রম। তিনি তার আজকের অবস্থানের জন্য বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানান প্রথম জীূবনের অর্থাৎ কাজ শেখার ওস্তাদ হাবিবের প্রতি। তিনি জানান আমসার ওস্তাদ হাবিব আমাকে আজকের এই পর্যায়ে আসছে সহযোগিতা করেছেন। তিনি তার ওস্তাদের প্রতি ঋনী। সুন্দর সুন্দর যান নির্মানের জনক হয়েও স্বাধীন বলেন তিনি এখনও সব কিছু শিখেনি বা জানেন না। জানার এবং শেখার শেষ নেই। তিনি সহকারীদের সহযোগিতা গ্রহন করলেও সর্বদা নিজ হাতে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন। ইঞ্জিন এমন এক মাধ্যম যা ত্র“টি পূণ থাকলে সড়কে দূর্ঘটনায় আক্রান্ত হওয়ার শঙ্কা থেকেই যায়। তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের দেশে কারিগরি শিক্ষার বিকল্প নেই,হাতের কাজ জেনে কেউ বেকার থাকে না এবং অর্থকষ্টে পড়ে না। এমনও সময় আসে বা এমন মুহুর্তের সাথে তিনি পরিচিত যেদিনরাত পনের ষোল ঘন্টা একাগ্রতার সাথে কাজ করেছি বা করছি। আগামীতে তিনি প্রত্যাশা করেন ইজিবাইক সংশ্লিষ্ট ও অন্যান্য যানবাহনে ব্যবহৃত যন্ত্রাংশ উৎপাদনের কারখানা তৈরীর তবে এক্ষেত্রে পুজিই শেষ কথা। দেশে প্রতিভার শেষ নেই কেউ কাজে ব্যবহার করে আবার কেউ তা নয়, আজিজুল ইসলাম স্বধীন এমনই এক প্রতিভা যিনি জেলা শহর সাতক্ষীরায় তৈরী করে চলেছেন যানবাহন। সাতক্ষীরার এমন স্বাধীন আরও সৃষ্টি হোক এই প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com