চুকনগর প্রতিনিধি \ ডুমুরিয়ায় প্রতারণার মাধ্যমে এক দিন মজুরের উর্পাজনের একমাত্র সম্বল ইঞ্জিন চালিত ভ্যান হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হলেও অদ্যাবধি ভ্যানটি ফেরত না দেয়া হয়নি। নিরুপায় হয়ে ভুক্তভোগী ব্যক্তি ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার খলশি গ্রামের চম্পা ডাকাতের ছেলে মোঃ সবুজ হোসেন গত ৬মাস পূর্ব হতে চুকনগর এলাকায় বসবাস করে আসছে। তার সুবাদে বিবাদীর সাথে বাদীর সুসম্পর্ক গড়ে ওঠে। এই সুসম্পকের জেরে গত ৩০/১২/২০২২ইং তারিখ বেলা অনুমান ১২টার সময় বাড়িতে এসে চুকনগর গঞ্জের বাজারে চাউল আনার কথা বলে তার নিকট হতে জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ভ্যানটি নিয়ে যায়। এরপর থেকে তাকে আর অত্র এলাকায় খুঁজে পাওয়া যায় নি। এরপর তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সে অকথ্যভাষায় গালিগালাজ, হুমকি ধামকি দেয়াসহ বর্তমানে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রেখেছে। নিরুপার হয়ে ভুক্তভোগী ব্যক্তি ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।