বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

ইঞ্জুরিতে ছিটকে গেলেন জাম্পা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

একে তো মাঠে ধুঁকছে, এবার সানরাইজার্স হায়দরাবাদের জন্য আরও এক দুঃসংবাদ। ইঞ্জুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেছেন অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার এই স্পিনার এবারের আসর খেলছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। দুটি ম্যাচে মাঠেও নেমেছিলেন। তবে এবার তার ছিটকে যাওয়ার খবর দিল ফ্র্যাঞ্চাইজি। জাম্পার বদলি হিসেবে কোনো স্পিনার নয়, দলে নেওয়া হয়েছে এক ব্যাটারকে। তিনি কর্ণাটকের স্মরণ রবিচন্দ্রন। মূলত টপ অর্ডারের শক্তি বাড়াতেই তাকে স্কোয়াডে অন্তভুর্ক্ত করা হয়েছে। জাম্পা ঠিক কী ধরনের চোট পেয়েছেন তা জানা যায়নি। ২১ বছর বয়সী বদলি ক্রিকেটার স্মরণ রবিচন্দ্রন শুধু টপ অর্ডারেই নয়, মিডল অর্ডারেও পারদর্শী। বল হাতেও টুকটাক অবদান রাখার সামর্থ্য আছে। জাম্পা লেগ স্পিনার হলেও পার্ট টাইমার হিসেবে স্মরণ বল করেন অফ স্পিন। আইপিএলে প্রথম সুযোগ পেলেও এর আগে নেটে কাজ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে। সাতটি প্রথম শ্রেণির ম্যাচ, ১০টি ওয়ানডে ম্যাচ ও ৬টি টি—টোয়েন্টি ম্যাচ খেলে এক হাজারেরও বেশি রান রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ তাকে দিবে ৩০ লাখ রুপি। আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র দুটি জয়ের দেখা পেয়েছে হায়দরাবাদ। ১০ দলের পয়েন্ট টেবিলে দলটির অবস্থান নবম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com