এফএনএস স্পোর্টস: ১৩ আগস্ট ইতালির হেড কোচের পদ ছেড়েছেন রবার্তো মানচিনি। তার আকস্মিক এমন সিদ্ধান্তের পর নতুন কোচও নিয়োগ দিয়েছে আজ্জুরিরা। লুসিয়ানো স্পালেত্তিকে জাতীয় দলটির কোচ করা হয়েছে। গত মৌসুমে নাপোলিকে ৩৩ বছরে প্রথম সিরি আ’ শিরোপা জেতানোর কারিগর ছিলেন স্পালেত্তি। ৬৪ বছর বয়সী বর্ণাঢ্য ক্যারিয়ারে এএস রোমা, ইন্টার এবং পাঁচ বছর রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের দায়িত্ব সামলেছেন। ইতালিয়ান ফুটবল ফেডারেশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, স্পালেত্তি আগামী ১ সেপ্টেম্বর তার দায়িত্ব বুঝে নেবেন। ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলে গ্রাভিনা বলেছেন, ‘জাতীয় দলটিতে একজন গ্রেট কোচের দরকার ছিল। আমি খুবই আনন্দিত যে স্পালেত্তি সেটা গ্রহণ করেছেন।’ বিবৃতিতে অবশ্য চুক্তির বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।