শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

ইতালির মিলানে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : ইতালিতে গতকাল বুধবার থেকে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই কঠোরতম নিষেধাজ্ঞার ফলে দেশটির আর্থিক ও ফ্যাশন রাজধানী মিলানে ধূমপায়ীদের শহরের রাস্তায় বা জনাকীর্ণ জনসমাগমস্থলে ধূমপান করলে জরিমানা গুনতে হবে। মিলান থেকে এএফপি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, ইতালির উত্তরাঞ্চলীয় এই শহরে যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ৪০ থেকে ২৪০ ইউরো জরিমানা করা হতে পারে। তবে এমন একটি কঠিন বিধান শহরের সব বাসিন্দারা ভালভাবে মেনে নিতে পারছে না। স্থানীয় প্লাম্বার মরগান ইশাক (৪৬) নিষেধাজ্ঞার কার্যকরের আগে এএফপিকে বলেন, ‘নতুন আইনটি আমার মতে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আমি বাড়ির ভেতরে, বয়স্ক ব্যক্তি বা শিশুর সামনে ধূমপান না করতে রাজি, তবে আমার জন্য বাইরে ধূমপান নিষিদ্ধ করা মানে একজন ব্যক্তির স্বাধীনতাকে সীমিত করা।’ মিলানের বায়ুর মানসংক্রান্ত অধ্যাদেশ ২০২০ সালে সিটি কাউন্সিলের মাধ্যমে পাস করা হয়েছে এবং ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে। ২০২১ সাল থেকে পার্ক, খেলার মাঠের পাশাপাশি বাসস্টপ ও ক্রীড়া স্থাপনাগুলোতে প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ করা হয়েছিল। নতুন বিধান অনুসারে, ১ জানুয়ারি এটি কার্যকর হবে এবং সব গণপরিসরের ওপর প্রযোজ্য হবে, যার মধ্যে রাস্তাঘাটও অন্তর্ভুক্ত। তবে পৃথক জায়গা, যেখানে ধূমপায়ীদের কাছ থেকে অন্যদের কমপক্ষে ১০ মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব, সেখানে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্যে হচ্ছে ‘শহরের বাতাসের গুণমান উন্নত, নাগরিকদের স্বাস্থ্য রক্ষা, জনসমাগমস্থলে পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষাসহ শিশুদের শ্বাসকষ্ট থেকে রক্ষা করা’। অধূমপায়ী স্টেলিনা লম্বার্ডো (৫৬) জানান, তিনি ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞাকে সমর্থন করেন। তিনি বলেন, ‘আমি সরকারের আরোপিত কঠোর নিষেধাজ্ঞায় সম্মত। কারণ ধূমপান অনেক দূষণের জন্য দায়ী। এই যুগে যখন আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে অনেক বেশি রোগে ভূগছি, তখন এই ধরনের ব্যবস্থা বিশ্বকে ধ্বংসকারী দূষণের প্রভাবগুলোকে কমাতে সাহায্য করতে পারে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফুসফুসের ক্যান্সারের প্রায় ৮৫ শতাংশের জন্য ধূমপান দায়ী, যা বিশ্বব্যাপী সবচেয়ে মারাত্মক ক্যান্সার। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আয়ারল্যান্ড, গ্রিস, বুলগেরিয়া, মাল্টা, স্পেন, হাঙ্গেরিসহ ১৭টি দেশ ধূমপানমুক্ত আইন পাস করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com