এফএনএস : আজ (সোমবার) ০৭ ডিসেম্বর’২০২০। ইংল্যান্ডে বিদ্রোহী নেতা রবার্ট কেটের ফাসি (১৫৪৯)। টিপু সুলতান মহীশুরের রাজা হিসেবে অধিষ্ঠিত (১৭৮২)। ভারতবর্ষের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব জমিদারদের কাছ থেকে কেন্দ্রীয় শাসনের অধীন (১৭৯২)। বাপীয় ইঞ্জিনচালিত জাহাজের প্রথম কলকাতা বন্দরে নোঙর (১৮২৫)। অবিভক্ত বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত (১৮৫৬)। বাংলায় প্রথম জাতীয় নাট্যশালা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত (১৮৭২)। চীনাদের চুলের বেনী কর্তনের বাধ্যতামূলক বিধি প্রণয়ন (১৯১১)। আইভরি কোস্টের স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ (১৯৬০)। পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ (১৯৭০)। ইরানে ইরাকের বিমান হামলায় শতাধিক নিহত (১৯৮৬)। বাংলাদেশে জাতীয় সংসদ বাতিল ঘোষণা (১৯৮৭)। উত্তর-পশ্চিম আর্মেনিয়ায় ভ‚মিকম্পে ৫৫ হাজার প্রাণহানি (১৯৮৮)। এশীয় যুব ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন (১৯৯৭)। ময়মনসিংহে ৪টি সিনেমা হলে শক্তিশালী টাইম বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত । শতাধিক আহত (২০০২)।