এফএনএস স্পোর্টস: আরও অনেক দিন খেলে যাওয়ার ইচ্ছে থাকলেও পারলেন না স্টিভেন ফিন। হার মানতে হলো চোটের কাছে। ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টেনে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের এই ফাস্ট বোলার। ইংলিশ কাউন্টি দল সাসেক্সের মাধ্যমে দেওয়া বিবৃতিতে সোমবার অবসরের কথা জানান ৩৪ বছর বয়সী ফিন। “গত ১২ মাস ধরে শরীরের সঙ্গে যুদ্ধ করছি আমি আর এবার পরাজয় স্বীকার করে নিলাম। ২০০৫ সালে মিডলসেক্সের হয়ে যাত্রা শুরুর পর থেকে আমার প্রিয় পেশা হিসেবে ক্রিকেট খেলতে পেরেছি। যাত্রাটা সবসময় মসৃণ ছিল না, তবে আমি উপভোগ করেছি।” হাঁটুর চোট অনেক দিন ধরে ভোগাচ্ছিল ফিনকে। গত বছরের জুলাইয়ের পর থেকে লাল বলের কোনো ক্রিকেট তিনি খেলতে পারেননি। এক বছরের বেশি সময় পর এই মাসের শুরুতে মাঠে ফিরেছিলেন সাসেক্সের হয়ে ওয়ানডে কাপের ম্যাচ দিয়ে। সেটিই হয়ে থাকল তার পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ। ২০০৫ সালে মিডলসেক্সের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ দিয়ে ফিনের পেশাদার ক্যারিয়ারের শুরু। ২০১০ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হয় আন্তর্জাতিক ক্রিকেটে। নিজের সামর্থ্যরে ছাপ রাখেন দ্রæতই। ইংল্যান্ডের ২০১০-১১ অ্যাশেজ জয়ের সিরিজে তিনি উইকেট নেন ১৪টি। ২০১৫ অ্যাশেজ জয়ে শিকার করেন ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ১২ উইকেট। সব মিলিয়ে ৩৬ টেস্টে তার উইকেট ১২৫টি। ইনিংসে পাঁচ উইকেট আছে পাঁচবার। ৬৯ ওয়ানডেতে তার উইকেট ১০২টি, ২১ টি-টোয়েন্টিতে ২৭টি। ইংল্যান্ডের একমাত্র বোলার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তি ফিনের। ২০১৫ আসরে ইংল্যান্ডের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি করে দেখান তিনি। ২০১৭ সালে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলার পর আর জাতীয় দলে সুযোগ পাননি ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ডানহাতি এই পেসার। ঘরোয়া ক্রিকেটে ফিনের বেশিরভাগ সময়টা কেটেছে মিডলসেক্সের হয়ে খেলে। ২০২২ সালে তিনি পাড়ি জমান সাক্সেক্সে। দলটির হয়ে ১৯ ম্যাচে নেন ২১ উইকেট। সব মিলিয়ে ১৬৪ প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ৫৭০টি। কঠিন সময়ে পাশে থাকার জন্য সাসেক্স ক্লাবকে ধন্যবাদ জানালেন ফিন। “ইংল্যান্ডের হয়ে আমি ১২৫ ম্যাচ খেলেছি, যার মধ্যে ৩৬টি টেস্ট আছে, যা আমি স্বপ্ন দেখেছিলাম তা ছাড়িয়ে গেছে। গত মৌসুমের শুরুতে ক্লাবে আমাকে আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য এবং গত ১২ মাসে আমাকে সমর্থন দেওয়ায় সাসেক্স ক্রিকেটকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। ক্রিকেট খেলার জন্য সত্যিই দুর্দান্ত জায়গা এটি এবং আমি দুঃখিত যে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে খুব বেশি খেলতে পারিনি।” “ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং ভবিষ্যতে এই খেলাকে আমি কিছু ফিরিয়ে দেব বলে আশা করি।”