শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

ইন্টারকে নিয়ে সতর্ক ইউভেন্তুস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: সা¤প্রতিক সময়ের পারফরম্যান্সে ইউভেন্তুস ও ইন্টার মিলানের অবস্থান মুদ্রার এপিঠ-ওপিঠ। এক মাস হতে চলল সবশেষ জয়ের স্বাদ পেয়েছে ইন্টার। ইউভেন্তুস সেখানে আছে জয়ের ধারায়। ইটালিয়ান কাপের শেষ চারে মাঠে নামার আগে প্রতিপক্ষ দুঃসময়ের মধ্যে থাকলেও বাড়তি সতর্কতা ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির কণ্ঠে। ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার মাঠের লড়াইয়ে নামবে ইউভেন্তুস-ইন্টার। বাংলাদেশ সময় রাত একটায় শুরু ম্যাচটি। সেরি আয় ২৮ ম্যাচ খেলে ১৬ জয় ও ২ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইন্টার। তাদের অবস্থান হতে পারত আরেকটু ওপরে, কিন্তু লিগে টানা তিন ম্যাচ হেরেছে দলটি। সবশেষ পাঁচ ম্যাচে হার চারটি। বিপরীতে টানা জয়ের ধারায় আছে ইউভেন্তুস। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচে ১১টিতে জিতেছে তারা। ইন্টারের বিপক্ষে সবশেষ দুই দেখায়ও জয় সেরি আর টেবিলে সপ্তম স্থানে থাকা দলটির। সময়টা চমৎকার কাটলেও মাটিতেই পা রাখছেন আল্লেগ্রি। ইন্টারের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বললেন, প্রতিপক্ষকে কোনোভাবেই খাটো করে দেখতে রাজি নন তিনি। “প্রতিযোগিতা ভিন্ন; কিন্তু লড়াইটা ইউভেন্তুস বনাম ইন্টার। পরের ধাপে যেতে আমাদের সেই পরিস্থিতি তৈরি করতে হবে।” “ম্যাচটি সহজ হবে না। এই মুহূর্তে ইন্টারের অবস্থা যেমনই হোক না কেন, তারা শক্তিশালী দল। আসলে, এ সময় আমাদের সতর্ক থাকতে হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com