বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা- ৩আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হককে কালিগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রসার পক্ষ থেকে সেনার নৌকা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ১৩ মার্চ রবিবার বিকাল ৫টায় মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে মাদ্রসার সভাপতি নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েমের সভাপতিত্বে সংবর্ধিত ও প্রধান অতিথি অতিথি হিসেবে ছিলেন, সাতক্ষীরা – ৩আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ আবুল হোসেন পাড়, নলতা ইউপির ৪নং ওয়ার্ড সদস্য কবি মোঃ ইব্রাহিম খলিল, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুলাহ মোড়লসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ ও শিক্ষার্থী। মাদ্রাসার শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, হাফেজ মোঃ ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার সভাপতি শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম।