বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার রতনপুরে এ কে কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ রমজান বৃহস্পতিবার এ কে কল্যাণ সংস্থার আয়োজনে রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন এর অর্থায়নে উপজেলার মসজিদবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র এলাকার কয়েক শতাধিক রোজাদার মুসলী ব্যক্তিবর্গের উপস্থিতিতে কাঠুনিয়া দাখিল মাদ্রাসার সবেক সুপার আলহাজ্ব মাওঃ আবু বক্কার সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ কে কল্যাণ সংস্থার পরিচালক ও ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল হোসেন খোকন। হাফেজ খালিদ সাইফুলাহ শিপন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন ইউপি সদস্য সোলাইমান হোসেন, এ কে কল্যাণ সংস্থার শেখ শরীফ হোসেন, মারুফ হোসেন, আল-আমিন হোসেন, রিপন হোসেন, সাকির হোসেন, নয়ন হোসেন, জাকারিয়া হোসেন, আজমীর হোসেন, রাকিব হোসেন, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ। এ কে কল্যাণ সংস্থার পক্ষ থেকে নিয়মিত ৫জন পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি কে সাইকেল প্রদান করা হয়।