বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে পবিত্র রমজান এর গুরুত্ব ও তাৎপর্য এবং ইফতার সামগ্রী বিতরণের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় নূরনগর শিশুসাহিত্য গবেষণা পরিষদের উদ্যোগে শিশুসাহিত্য গবেষণা পরিষদের অস্থায়ী কার্যালয়ে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের উপস্থিতিতে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয় এবং প্রতি বছরের ন্যায় অত্র এলাকার গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অত্র পরিষদের সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নূরনগর শাখা কর্মকর্তা মোঃ বাবলু হোসেন, ইউপি সদস্য মোঃ আব্দুস সামাদ সামিদ, অত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ মাওঃ আব্দুল হান্নান, মুফতি ওমর ফারুক, মুফতি মিজানুর রহমান, মুফতি আমিনুর রহমান, আব্দুল হালিম, মারুফ হোসেন, মোঃ খায়রুল ইসলাম, রেজাউল করিম প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা, প্রতি বছরের ন্যায় এ বছরও গরীব অসহায় মানুষদের মাঝে পবিত্র রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।