এফএনএস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সদ্য সমাপ্ত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে ধীরগতি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) উদ্বিগ্ন। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রসিক ভোটের নানা সমস্যা নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সদ্য সমাপ্ত রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় সিইসি বলেন, স¤প্রতি রংপুরে সিটি করপোরেশনে যে নির্বাচন হয়েছে তা সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। কিন্তু কিছু সংকটের কথা বলা হয়েছে। কিছু অভিযোগ আমরা তখনই পেয়েছি মিডিয়ার মাধ্যমে। যেমন ভোটে ধীরগতি হচ্ছে-একটা বড় অভিযোগ ছিল। কোনো কোনো ক্ষেত্রে আঙ্গুলের ছাপ মিলছিল না। কেনো ভোট বিলম্বিত হচ্ছে, যেই অভিযোগটা এর আগে আমরা কখনো পাইনি। এটা আমাদের খুব উদ্বিগ্ন করে তুললো। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, বিষয়গুলো যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, যারা মিডিয়ার কর্মী হিসেবে সেখানে কাজ করেছেন এবং আমাদের নির্বাচন কর্মকর্তা সেখানে থেকে যারা নির্বাচন ম্যানেজ করেছেন, তাদের আমরা একটা সভায় আহŸান করে ফিডব্যাক নেবো। সিইসি বলেন, পর্যালোচনা করে চেষ্টা করবো সংকট ওভারকাম করার জন্য। একই সঙ্গে আপনাদের (গণমাধ্যম কর্মী) বলছি যে, অন্যান্য নির্বাচনগুলোতে কিন্তু আমরা এ সমস্যাগুলো পাইনি। আমাদের মিডিয়া কর্মীরা কিছুকিছু বলেছেন সেগুলো যৌক্তিক বলে মনে হয়েছে। যেটাই হোক ফিডব্যাক নেওয়ার দরকার ছিল। আমরা সেটি নিয়েছি। ফিডব্যাক নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করবো। আলাপ-আলোচনা করে এগুলোকে যতটা ওভারকাম করা সম্ভব আমরা সেটি চেষ্টা করবো। আমরা চাই স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচন। এ ব্যাপারে আপনারা আমাদের সবসময় সহযোগিতা করেছেন, এবং আগামীতেও সবসময় সহযোগিতা করবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এখানে টেকনিক্যাল এক্সপার্ট যারা ছিলেন, মিডিয়া কর্মী যারা ছিলেন, তারা রিয়াল ফ্যাক্টটা তুলে ধরেছেন। এখন টেকনিক্যাল এক্সপার্টদের সঙ্গে কথা বলবো কেনো বিলম্ব হলো। তবে আঙ্গুলের ছাপ মেলেনি এটা আমি বলেছি-না মেলার ঘটনাটি খুব বেশি ঘটেনি। কিন্তু বিলম্ব হয়েছে। বিলম্ব অনেক কারণেই হতে পারে। তবে আমরা এখনো বিষয়গুলো সঠিকভাবে জানি না। আমরা গভীরভাবে চিন্তা করবো। পরীক্ষা-নিরীক্ষা করে নিরুপণের চেষ্টা করবো। জানা গেছে, গত ২৭ ডিসেম্বর রসিকে ভোটগ্রহণ হয়। এতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করার কথা থাকলেও ধীরগতির কারণে তা রাত আনুমানিক পৌনে ৮টা পর্যন্ত চলে।