এফএনএস স্পোর্টস: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়ে ১০০ মিটার স্প্রিন্টে প্রথমবারের মতো সেমিতে উঠে গত পরশু ০.২ সেকেন্ডের জন্য ফাইনালে উঠতে পারেনি ইমরানুর রহমান। এরপর সবার নজর ছিল ২০০ মিটারে, কেন না সেখানেও আশার আলো জালিয়ে সেমিতে উঠেছিল জহির রায়হান। গত শনিবার সকালে অনুষ্ঠিত হিটে জহির রায়হান ২১.৬৭ সেকেন্ড সময় নিয়ে সেমিতে পা রেখেছিল। তবে বিকালেই তাকে বিদায় নিতে হয়েছে। এর আগে ২০১৭ সালে নাইরোবিতে যুব অ্যাথলেটিকস বিশ্বকাপে ৪০০ মিটারের সেমি-ফাইনালে উঠে সাড়া ফেলে দেওয়া জহির থাইল্যান্ডের ট্র্যাকে অংশ নেন ২০০ মিটারে। তবে এই ইভেন্টে নিজের সেরা টাইমিংও পেছনে ফেলতে পারেননি তিনি। তার সেরা টাইমিং ২০২০ সালে চট্টগ্রামে ২১.২০ সেকেন্ডে। শনিবার ফাইনালে ওঠার লড়াইয়ে জহির দৌড় শেষ করেন ২১.৬৯ সেকেন্ডে, এতে করে ২৪ প্রতিযোগীর মধ্যে হন ২০তম। ফাইনালে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সবশেষ জন সৌদি আরবের মোহাম্মেদ ফাহহাদ, তার টাইমিং ২০.৯৯ সেকেন্ড। এবারের এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৫ অ্যাথলেট। ইমরানুর, জহির ছাড়া অন্য তিন জন রাকিবুল হাসান, মোহাম্মদ ইসমাইল ও রিতু আক্তার। গত পরশু হাইজাম্পে রিতু আক্তার ক্যারিয়ার সেরার চেয়ে অনেক কম লাফিয়ে (১.৭০ মিটার) ১২তম হয়েছেন।