বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে ৭ জানুয়ারি ইয়ং টাইগার্স অ—১৪ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট—২০২৪ এর সেমিফাইনাল খেলা সাতক্ষীরা জেলা বনাম যশোর জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা সাতক্ষীরা জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ২১৫ রান করে। সাতক্ষীরা জেলার আবিষ্কার বিশ^াস ১৪১, আবির ৩০ ও পারভেজ ২১ রান করে। জবাবে যশোর জেলা ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৬ রান করে। সাতক্ষীরা জেলার সাবিত ৩টি উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা জেলা ৩৯ রানে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। আগামী ১০ জানুয়ারি ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলা দল সাতক্ষীরাবাসীর দোয়াপ্রার্থী।—প্রেস বিজ্ঞপ্তি