বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খুলনা জেলা স্টেডিয়ামে ৪ জানুয়ারী ইয়ং টাইগার্স অ—১৪ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট—২০২৫ এর খেলা সাতক্ষীরা জেলা বনাম বাগেরহাট জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা সাতক্ষীরা জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫২ রান করে। সাতক্ষীরা জেলা দলের আবিষ্কার ৭০, পারভেজ ৪৫ ও শাহরিয়ার ২৫ রান করে। জবাবে বাগেরহাট জেলা ব্যাট করতে নেমে ৩০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৪ রান করে। সাতক্ষীরা জেলার ফয়জুল, পারভেজ ২টি করে উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা জেলা ১৭৮ রানে জয়লাভ করে। সাতক্ষীরা জেলা পর পর ৩ ম্যাচ জিতে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সাতক্ষীরা জেলা দলের সাথে হেড কোচ হিসাবে অবস্থান করছেন নাজমুল হাসনাঈন মিলন এবং সহকারি কোচ হিসাবে আছেন শাহিনুর রহমান লিটু। দলের এই সাফল্যে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান সকল খেলোয়াড়দেরকে অভিনন্দন জানিয়েছেন। সেমিফাইনাল খেলা আগামী ৭ জানুয়ারী চুয়াডাঙ্গা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা বনাম যশোর/নড়াইল জেলার মধ্যে অনুষ্ঠিত হবে।