বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খুলনা জেলা স্টেডিয়ামে ৩ ডিসেম্বর ২০২৪ ইয়ং টাইগার্স অ—১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট—২০২৪ এর খেলা সাতক্ষীরা জেলা বনাম মেহেরপুর জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা মেহেরপুর জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ১৭৩ রান করে। সাতক্ষীরা জেলা দলের বায়েজিদ ৩টি ও রমজান ২টি উইকেট লাভ করে। জবাবে সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ৪৪.২ ওভারে ৩টি উইকেট হারিয়ে ১৭৬ রান করে। সাতক্ষীরা জেলা দলের তুর্য ৭৪ এবং সামি ৩৪ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৭ উইকেটে জয়লাভ করে। আগামী ৬ ডিসেম্বর ২০২৪ সাতক্ষীরা জেলা বনাম চুয়াডাঙ্গা জেলার মধ্যে ৩য় খেলা অনুষ্ঠিত হবে।