শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইরাকে ধূলিঝড়: হাসপাতালে ৩৭০০ মানুষ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : ইরাকে বিগত কয়েকদিন ধরে চলা ধুলিঝড়ে তিন হাজার ৭০০ এর অধিক মানুষ শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদরকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইএনএ জানিয়েছে, সোমবার থেকে বাগদাদ ও পার্শ্ববর্তী প্রদেশের হাসপাতালগুলোতে অন্তত তিন হাজার ৭৪৭ জন মানুষকে ভর্তি করানো হয়েছে। বাগদাদে সবচেয়ে বেশি এক হাজার ১৪ জন মানুষ আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছেন আল-বদর। এরপর সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ইরাকের দক্ষিণাঞ্চলীয় মুথান্নাতে। সেখানে ৮৭৪ জন রোগী হাসপাতালের ভর্তির খবর পাওয়া গেছে। অধিকাংশ রোগীকে চিকিৎসা দিয়ে ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আল-বদর। তিনি বলেছেন, রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে ওষুধ, অক্সিজেন বা অন্য কোনও স্বাস্থ্য সরঞ্জামের সংকট দেখা দেয়নি। ধুলিঝড়ে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইরাকে ধূলিঝড় একটি সাধারণ ঘটনা। তবে কিছু বিশেষজ্ঞের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এগুলো এখন আরও ঘন ঘন ঘটছে। জাতিসংঘের তালিকা অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা পাঁচটি দেশের মধ্যে ইরাক একটি। দেশটিতে নিয়মিত ধূলিঝড়, প্রচÐ গরম ও পানি সংকট দেখা দেয়। ইরাকে সামনের দিনগুলোতে এমন ধূলিঝড় আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com