শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৈখালীতে শান্তি সংঘের আয়োজনে কবর খননকারীদের সম্মাননা প্রদান শ্যামনগরে দূরপাল্লার পরিবহন কাউন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা প্রতাপনগর ইউনিয়নের পাবলিকান শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত বেড়ীবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান ও ঔষধ বিতরন নূরনগরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তালার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা আনুলিয়ায় উদারতার খাদ্য বিতরণ প্লাবিত আনুলিয়া এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক মতবিনিময়

ইরানে আগুন উৎসবে নিহত ২১, আহত ৬,৪১৯

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

এফএনএস বিদেশ : ইরানের ঐতিহ্যবাহী ‘চাহারশানবে সুরি’ আগুন উৎসব উদযাপনকালে কমপক্ষে ২১ জন নিহত এবং ৬,৪১৯ জন আহত হয়েছেন। গত বুধবার এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বুধবার রাজধানী তেহরানে পবিত্র রমজানের ইফতারের পরই মূলত এ উৎসব শুরু হয়। অংশগ্রহণকারীরা আগুন জ্বালিয়ে তার ওপর লাফ দেয় এবং আতশবাজি, ফ্ল্যাশবুম ও ঘরে তৈরি বিস্ফোরক ব্যবহার করে। যদিও তেহরান পুলিশ বিভাগ সতর্ক করে বলেছিল যে, ড্রোন নজরদারির মাধ্যমে বিস্ফোরক ব্যবহারের ওপর কড়া নজর রাখা হবে। তা সত্ত্বেও এ ধরনের ক্ষতিকর উপকরণের কারণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার ইরানের জরুরি চিকিৎসা সেবা সংস্থা জানিয়েছে, দেশজুড়ে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৬,৪১৯ জন আহত হয়েছে। যাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তেহরান, পূর্ব আজারবাইজান এবং পশ্চিম আজারবাইজান প্রদেশে সবচেয়ে বেশি আহতের সংখ্যা রেকর্ড করা হয়েছে। এর আগে সকালে কর্তৃপক্ষ ১৯ জন নিহত এবং ৫,৫৬৮ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল। ইরান মূলত সৌর হিজরি ক্যালেন্ডার অনুসরণ করে। যা সূর্যের গতির ওপর ভিত্তি করে নির্ধারিত। এই ক্যালেন্ডার অনুযায়ী ‘চাহারশানবে সুরি’ বসন্তের আগমনের প্রতীক হিসেবে নওরোজ (ফারসি নববর্ষ) উদযাপনের ঠিক আগের গত বুধবার রাতে পালিত হয়। এই উৎসবটি শিশু ও তরুণদের মধ্যে জনপ্রিয় হলেও এর অংশ হিসেবে আগুনের ওপর লাফ দেওয়া, আতশবাজি এবং ঘরে তৈরি বিস্ফোরক ব্যবহারের কারণে প্রতি বছর বহু মানুষ হতাহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com