কালিগঞ্জ প্রতিনিধি \ স্থানীয় সরকার বিভাগ কতৃক বাস্তবায়িত “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (টএউচ)” এর আওতায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কালিগঞ্জে ১০ দিনব্যাপি ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং বিষয়ক প্রশিক্ষণের সমাপ্ত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটির বাস্তবায়নে ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলামের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাঃ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, জাইকার ইউজিডিপি প্রকল্পের ইউডিএফ আসমাউল হুসনা প্রমুখ। উপজেলা পরিষদ ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহায়তায় ১০ দিন ব্যাপি ইলেকট্রিক্যাল হাউজওয়ারিং বিষয়ক প্রশিক্ষণ শেষে ২০ জন যুবককে সনদপত্র প্রদান করা হয়।