খুলনা প্রতিনিধি ॥ নিউজ নেটওয়ার্ক কর্তৃক- আয়োজিত ইলেকশন রিপোর্টিং বিষয় সাংবাদিকদের দক্ষতা প্রশিক্ষণ কর্মশালা একটি অভিজাত হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার ২৩ শেষ অক্টোবর সকাল থেকে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান চলবে। এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টেলিভিশন ব্যাক্তিত্ব সাংবাদিক শারমিন রিজভী, দৈনিক কালের কণ্ঠৈর খুলনা ব্যুরো চীফ গৌরাঙ্গ নন্দী,। স্বাগত বক্তব্য রাখেন নিউজ নেটওয়ার্কের প্রধান সমন্বয়কারী সহিদুজ্জামান। উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর রহমান। প্রশিক্ষণ সমন্বয়কারী ও সংবাদ সংস্থা ইউএনবির খুলনা ব্যুরো চীফ শেখ দিদারুল আলম কর্মশালায় খুলনার তিন নারী সাংবাদিক সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন পোর্টালের ২০ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। কর্মশালা চলবে আগামী ২৫ শেষ অক্টোবর পর্যন্ত। এ ধরনের প্রশিক্ষণ নিতে খুলনার সকল সাংবাদিকরা আগ্রহ প্রকাশ করেছেন।