শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

ইসরাইলকে গণহত্যা বন্দ করতে বলল আন্তর্জাতিক আদালত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ বিশ্ববাসি গভীর আগ্রহ আর প্রত্যাশা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলেন ইসরাইলের গণহার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত কিরায়দেন। বিশ্বের শত শত কোটি মানুষের প্রত্যাশা পুরন হয়েছে আন্তর্জাতিক আদালত দখলদার গণহত্যাকারী ইসরাইলের বিরুদ্ধে রায় দিয়ে বলেছে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। গতকাল আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারক ডোনেহিউ নেদার ল্যান্ডসের মেগে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তরে এই রায় ঘোষনা করেন, দশ সদস্যের বিচারক প্যানেল রায় প্রদানের অংশ হিসেবে আগামী এক মাসের মধ্যে গণহত্যা বন্ধে কি ব্যবস্থা গ্রহন করেছে তা আন্তর্জাতিক আদালতে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য ইসরাইলি বাহিনীর একের পর এক বিমান হামলায় গাজার ফিলিস্তিনিদের নির্মম ভাবে হত্যাযজ্ঞ চলে যা বর্তমান সময়েও চলমান। গতকালও দখলদার বাহিনী গাজার বিভিন্ন এলাকাতে বিমান ও স্থল হামলা পরিচালনা করে শতাধীক ফিলিস্তিনিকে হত্যা করে। ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার বিচার ও গণহত্যা বন্ধে দক্ষিন আফ্রিকা আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করলে দীর্ঘদিন যাবৎ শুনানীূর পর গতকাল শুক্রবার রায় প্রদান করেছে। আন্তর্জাতিক আদালতের রায়ে প্রমান হয়েছে যে ইসরাইল গণহত্যার দায়ে অভিযুক্ত। উল্লেখ্য ইসরাইল ও দক্ষিন আফ্রিকা উভয় দেশই আন্তর্জাতিক আদালতের সদস্য বিধায় এই আদালতের রায়, আদেশ, নির্দেশ সদস্য রাষ্ট্রগুলো মানতে বাধ্য। দক্ষিন আফ্রিকা মামলা করলে ও বিশ্বের বহু দেশ দক্ষিন আফ্রিকাকে সমর্থন করেন, বাংলাদেশ ও নির্যাতিত এবং হত্যাকান্ডের শিকার ফিলিস্তিনিদের প্রতি সহনাভুতিশীলতা তেকে দক্ষিন আফ্রিকার মামলাকে সমর্থন ঘোষনা করেন। গাজা সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী নগরী হিসেবে পরিচিত। ইতিহাসের পরতে পরতে গাজার স্থান। সেই গাজা বর্তমান সময়ে ইসরাইল নামক গণহত্যাকারী দেশের কারনে ইতিহাসের খোরতর অন্ধকরে নিমজ্জিত। এমন কোন দিন নেই, এমন কোন সময় নেই যে দিনে বা সময়ে গাজায় দখলদার ইসরাইলি বাহিনী বিমান হামলা ও স্থল হামলা পরিচালনা করে নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তীনিদেরকে হত্যা করছে না। অবশ্য ইসরাইলের সেনারা প্রতিপদে পদে হামাস যোদ্ধাদের দ্বারা হামলা সহ হতাহত হচ্ছে। এ পর্যন্ত গত তিন মাসের অধিক সময়ে ইসরাইলের সহস্রাধীক সেনা হামাস যোদ্ধাদের হামলায় নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত পাঁচ সহস্রাধিক ইহুদী সেনা। এদিকে ইসরাইল আবারো কাতারের মধ্যস্থতায় হামাসের কাছে যুদ্ধ বিরতির প্রস্তাব পাঠিয়েছে। ইসরাইল বন্দীদের মুক্তির বিনিময়ে কয়েক সপ্তাহ যুদ্ধ বিরতি হতে পারে। হামাসের পক্ষ হতে উক্ত প্রস্তাব প্রত্যাখান করে বলা হয়েছে ইসরাইল গাজা হতে সেনা প্রত্যাহার ইসরাইলের কারাগারে আটক সকল ফিলিস্তিনির মুক্তি এবং স্থায়ী যুদ্ধ বিরতি হলেই কেবল হামারেস হাতে বন্দী ইসরাইলিদের মুক্তি দেওয়া হবে। এদিকে সাগরে হুতি বিদ্রোহীদের শক্ত অবস্থানের কারনে পশ্চিমা জাহাজ গুলো লোহিত সসাগরের দক্ষিন এলাকা ত্যাগ করায় লোহিত ও ভূমধ্যসাগরে চলাচাল করা জাহাজের বিয়াল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বৃটেন একাধিক বার হুতি ও হুতি অবস্থানের উপর হামলা পরিচালনা করলেও হুতিদের দুর্বল করা সম্ভব হইনি। তারা ইসরাইল সহ ইসরাইল সংশ্লিষ্ট জাহাজ গুলো আটক অথবা হামলা করছে। এদিকে হুতিদের শীর্ষ চার নেতার উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক শাখা পেন্টাগন জানিয়েছে আগামী দিন গুলোতে হুতিদের নির্মূলই মার্কিনী সহ জোটভূক্ত দেশগুলোর প্রধান লক্ষ্য হবে। গতকাল ও গাজার খান ইউনিসে দখলদার ইসরাইলি সেনাদের সাথে হামাস যোদ্ধাদের প্রচন্ড লড়াইয়ের খবর দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। গাজার আবাসন ও স্বাস্থ্য মন্ত্র্যণালয় জানিয়েছে গাজার নয় লক্ষ অধিবাসি ইসরাইলের বিমান হামলার কারনে বাস্তচ্যুত হয়েছে। তারা বিভিন্ন দরনের রোগে আক্রান্ত হয়ে না খেয়ে চরম মানবেতর জীবন যাপন করছে। দৃশ্যতঃ গাজার চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভাবে ভেঙ্গে পড়েছে। এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সরকার ভাল নেই হামাসের হাতে বন্দী ইসরাইলিদেরকে মুক্ত করার শতভাগ ব্যর্থতার প্রতিদিনই ইসরাইলের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ ও সমাবেশ। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় আবারও উদ্বেগ আর অসহায়ত্ব প্রকাশ করে বলেছে ইসরাইলি হামলায় নুন্যতম চিকিৎসা গ্রহনের সব পথ রুদ্ধ হয়ে পড়েছে। হামাসের পক্ষ হতে আবারও দৃঢ়ভাবে বলা হয়েছে দখলদার ইসরাইলি বাহিনী কোন অবস্থাতেই গাজাকে ধ্বংস এবং হামাসকে নির্মূল করতে পারবে না। কারন হামাস একটি আদর্শের নাম, হামাস প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করার লক্ষে লড়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com