দেবহাটা অফিস ॥ গাজায় নির্বিচারে ফিলিনিস্তনিদের হত্যা সেই সাতে নারী ও শিশু হত্যা চলছেই। ফিলিস্তিনিদের বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল পারুলিয়া জুম্মা পরবর্তি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে পারুলিয়াস্থ জুম্মা পরবর্তি বিক্ষোভ মিছিল ও মানববনধন করেছে। পারুলিয়াস্থ শিয়া মসজিদ আল মোস্তফা হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পারুলিয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তি মানব বন্ধনে সভাপতিত্ব করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা ইসউফ আলী গাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সম্পাদক সাইফুল ইসলাম, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, শিক্ষক ফরহাদ হোসেন, মাওঃ শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোবাল্লিগ আবুল কাসেম, মুছা করিম, আইয়ুব হোসেন, বাবলূ গাজী, রমজান গাজ প্রমুখ। বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের কসাই ইসরাইলের গনহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী জানান। আল কুদস দিবস এ এই মানব বন্ধন ও বিক্ষোভ বিশ্ব মানবতাকে বিশেষ ভাবে নাড়া দেবে বলে মন্তব্য বক্তারা।