শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

ইসরাইলের জন্য কঠিন সময় অপেক্ষা করছে হামাসের দাবী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইল গাজার নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেই চলেছে এ পর্যন্ত গত তিন মাসের অধিক সময়ে ইসরাইলি বাহিনী পঁচিশ হাজারের অধিক নিরীহ ফিলিস্তীনিকে হত্যা করেছে। গতকাল ও দখলদার ইসরাইলি বাহিনী গাজায় উত্তর ও দক্ষিন এলাকার উল্লেখযোগ্য সংখ্যক আবাসিক ভবনে বিমান হামলা চালিয়ে অন্তত ঃ একশত সত্তরজন নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তীনিকে হত্যা করেছে। ইসরাইলি দখলদারদের বিমান হামলার মুখে হামাস যোদ্ধারা প্রতিহত বা প্রতিরোধ করতে না পারলেও দখলদার বাহিনী যখনই স্থল হামলা পরিচালনায় নামছে তখনই হামাস যোদ্ধা দ্বারা প্রতিরোধ হামলার মুখে পড়ছে। হামাসের সশস্ত্র শাখা কাসেম বিগ্রেড তাদের নিজস্ব টেলিগ্রাম পোস্টে জানিয়েছে ইসরাইলি দখলদার বাহিনীর জন্য আগামী কঠিন ও করুন সময় অপেক্ষা করছে কোন ভাবেই দখলদার বাহিনী পরিত্রান পাবে না। হামাস কোন নাম নয়, হামাস একটি আদর্শ ও সংগ্রামের নাম। হামাস কোন অবস্থাতেই দখলদার ইসরাইলি বাহিনীর বশ্যতা স্বীকার করবে না। হামাস প্রতিনিয়ত প্রতি মুহুর্তে সুড়ঙ্গে অবস্থান নিয়ে নিরাপদে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে কোন ভাবেই দখলদার ইসরাইলি বাহিনীকে ছাড় দেবে না। পশ্চিমা মিডিয়ার খবরা খবরে বলা হয়েছে হামাসের বিশ থেকে পঁচিশ ভাগ শক্তি ইসরাইলি বাহিনী খর্ব করতে পেরেছে। হামাসের হাজার হাজার যোদ্ধা গাজা উপত্যকার সর্বত্র বিচরন করছে এবং দখলদার বাহিনীকে প্রতিরোধ করছে। ইসরাইলের মিডিয়াগুলোকে দেশটির সরকার হামাসের নির্মূল ও হামাস ধ্বংস করার কল্প কাহিনী প্রচার করছে। গাজা যুদ্ধ মাঠে ইসরাইলি সেনাদের হতাহতের ঘটনা ট্রাংঙ্ক ও সাজোয়া যান ধ্বংসের খবর প্রকাশ করছে না। কিন্তু তাতেও দেশটির ইহুদী জনগোষ্ঠী সন্তোষ্ট হচ্ছে না তাদের দাবী হামাসের হাতে বন্দী সকল ইসরাইলিকে মুক্ত করতে হবে। যতদিন না ইসরাইল সরকার ইসরাইলি বন্দীদের মুক্ত না করবে ততোদিন পর্যন্ত ইসরাইলি বিক্ষোভ অব্যাহত থাকবে। ইসরাইলের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কঠোর প্রতিরোধে ও গতকাল রাজধানী তেল আবিব সহ অপরাপর বড় বড় শহরগুলোতে সাধারন ইসরাইলিরা বিক্ষোভ করেছে। এ সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিলে পুলিশ এদিকে সাগরে হুতি বিদ্রোহীদের অবস্থান সুসংহত আর এ কারনে জোটভূক্ত দেশগুলোর জাহাজে লোহিত সাগরের দক্ষিন এলাকা ত্যাগ করে আফ্রিকা প্রদক্ষিন করে নির্দিষ্ট গন্তব্যে পৌছানোর চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনকে কঠিন হুশিয়ারী উচ্চারন করে বলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রন করা না হলে ইয়েমেনকে চরমমূল্য দিতে হবে, যার ফল হবে ভয়ানক। আগামীতে ইয়েমেনে বড় ধরনের হামলা পরিচালনা কর হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের হুশিয়ারীকে প্রত্যাখান করে ইয়েমেন বলেছে ইয়েমেন হামলা মোকাবিলা প্রস্তুত এবং তাদের পক্ষ হতে অধিকতর ক্ষিপ্রগতিতে হামলা পরিচালনা করা হবে। এদিকে গতকাল হামাসের পক্ষ হতে গত সাত অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামলা পরিচালনার ব্যাখ্যা দিয়েছে। হামাস বলেছে সময়ের প্রয়োজনে উক্ত হামলা ছিল অতি জরুরী। হামাসের পক্ষ হতে বলা হয়েছে তাদের হামলার লক্ষ্যবস্তু বেসামরিক নাগরিক ছিল না। তাদের অন্যতম ও প্রধান লক্ষ্য বস্তুতে ছিল ইসরাইলের সেনা বাহিনীর সদস্যরা যে কারনে হামলার ক্ষিপ্রতা ছিল সর্বাধিক। ইসরাইলের পক্ষ হতে হামাসকে হামলার সময় নারী ধর্ষন ও শ্লীলতাহানীর অভিযোগ করেছে হামাসের পক্ষ হতে তা ঘৃনা ভরে প্রত্যাখান করে বলা হয়েছে নারীর প্রতি সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব এবং নারীকে অসম্মান করা নৈতিকতা ও ধর্ম বিরোধী। এদিকে দখলদার ইসরাইলি বাহিনী গাজার হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয় শিবির গুলোতেই কেবল হামলা পরিচালনা করছে তা নয়, ইসরাইলি বাহিনী গত তিন মাসে গাজার প্রায় সহস্রাধিক মসজিদ ধ্বংস করেছে। ঐতিহাসিক গাজা উপত্যকার ইতিহাস আর ঐতিহ্যের ধারক মসজিদ গুলোর কোন কোনটি মাটির সাথে মিশে গেছে। একদা যে সকল মসজিদ হতে আযানের ধ্বনি ভেসে আসতো বর্তমান সেই সকল মসজিদ গুলো সুনশান নিরবতা বিরাজ করছে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু বলেছে গাজাকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে বন্দী মুক্তি করা হবে না। কাতারে এমন প্রস্তাব প্রত্যাখান করে নেতানিয়াহু আরও বলেছে ইসরাইল অবশ্যই তাদের বন্দী নাগরিকদেরকে নিরাপদে মুক্ত করবে অবশ্য উক্ত প্রস্তাবের বিষয়ে হামাসের পক্ষ হতে কিছু বলা হইনি। গাজায় চলমান ক্ষুধা দুর হচ্ছে না। প্রতিদিনই ঐতিহাসিক এই উপত্যকায় ক্ষুধার সীমানা বিস্তৃত হচ্ছে। ক্ষুধার সাথে সুপেয় পানি হতে বঞ্চিত হচ্ছে গাজা বাসি। ক্ষুধা সুপেয় পানির পাশাপাশি ফিলিস্তীনিদের মাঝে ছড়িয়ে পড়েছে নানান ধরনের রোগ বালাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com