দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইলের হামলা চলছেই, রাফা শহর দিনে দিনে মৃত্যুর নিরবতায় পৌছেছে। দীর্ঘ দশ দিনের অধিক সময় যাবৎ ঘনবসতিপূর্ণ রাফায় দখলদার ইসরাইলি সেনারা ত্রিমুখি হামলা পরিচালনা করছে। দখলদার ইসরাইলি সেনারা গতকাল ও রাফার বিভিন্ন অংশে বিমান হামলা সহ স্থল হামলা পরিচালনা করেছে। গত সাত অক্টোবরের পর হতে বর্তমান সময় পর্যন্ত ইসরাইলি সেনারা প্রায় উনত্রিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজার হাসপাতাল গুলো দৃশ্যতঃ চিকিৎসা কার্যক্রম বিহীন ধ্বংস প্রাপ্ত হয়ে পড়ে আছে। প্রতিদিনই হামলা আর হত্যার পর এবার দখল দার ইসরাইলি বাহিনী এই বলে হুমকি দিয়েছে যে আগামী রমজান মাসের দিনগুলোতে ও রাফা সহ অপরাপর এলাকা গুলোতে হামলা চলবে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে হামাস সন্ত্রাসীরা যতক্ষন না পর্যন্ত তাদের হাতে বন্দী ইসরাইলিদের মুক্তি না দেবে ততোক্ষন পর্যন্ত রাফা অভিযান চলবে। গাজার সর্বত্র হামলা আর হত্যার পর রাফাই চিল হামলার বাইরে, গাজার বিভিন্ন শহর হতে অধিবাসিরা রাফায় জড়ো হয়ে অবস্থান নিয়েছিল বিশেষ করে রাফার আশ্রয় শিবির গুলোতে বিপুল সংখ্যক ফিলিস্তিনির অবস্থান। সব শেষে দখলদার ইসরাইলি বাহিনী রাফায় হামলা ও হত্যা শুরু করলো। গাজায় হামলা ইস্যুতে আবারও বাংলাদেশ তার অবস্থান জানালো এবং বিশ্বের শত শত কোটি মানবতার কাছে বাংলাদেশ নামক নামটি বিশেষ সম্মানের সাথে আলোচিত হচ্ছে। ফিলিস্তিনিদের হত্যা ও গাজায় হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশ আন্তর্জাতিক আদালতে বক্তব্য পেশ করবে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। গতকাল পশ্চিমা মিডিয়ার খবরে বলা হয়েছে বাংলাদেশ সহ এগারটি দেশ গাজায় হামলার প্রতিবাদে, ইসরাইলের দখলকৃত ভু-খন্ড নিয়ে আন্তর্জাতিক আদালতে (আইসি হতে) বাংলাদেশ বক্তব্য পেশ করবে। এদিকে গাজায় যুদ্ধ বিরতি বিষয়ে আবারও নিরাপত্তা পরিষদে উত্থাপিত হতে যাচ্ছে বলে আন্তর্জাতিক মিডিয়াগুলোর খবরে নিশ্চিত করা হয়েছে। এবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের সেনা ঘাটিতে বড় ধরনের চালিয়েছে গতকাল রয়টার্স পরিবেশিত খবরে বলা হয়েছে লেবাননের হিজবুল্লাহ গেরিলারা ইসরাইলের অন্তত তিন সেনাঘাটিতে পৃথক পৃথক ভাবে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। গতকাল সকালে এবং মঙ্গলবার রাতে দুই দফায় হিজবুল্লাহ গেরিলারা উক্ত হামলা পরিচালনা করে। হামলার পর পরই সেনা ঘাটি গুলোতে আগুন জ্বলতে দেখা যায়। হিজবুল্লাহ গোরিলাদের পক্ষ হতে পূর্বের ন্যায় আবারও বলা হয়েছে যতক্ষন পর্যন্ত ইসরাইল গাজায় হামলা পরিচালনা করবে ততোক্ষন পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলে হামলা পরিচালনা করবে। উল্লেখ্য চলতি মাসে ইসরাইল অন্তত ঃ চারবার লেবাননের অভ্যন্তরে ক্ষেপনাস্ত্র হামলা পরিচালনা করে এবং প্রতিটি হামলায় লেবাননের ব্যাপক ক্ষতি য়। অতি সম্প্রতি ইসরাইলের বিমান বাহিনীর বিমান হামলায় হিজবুল্লাহর এক কমান্ডারের উপর হামলা চালিয়ে উক্ত কমান্ডারকে হত্যা করে। হিজবুল্লাহ প্রধান স্পষ্ট ভাবেই বলেছে ইসরাইলিকে অবশ্যই তার পরিনতি ভোগ করতে হবে। এদিকে গতকাল হামাস যোদ্ধাদের হামলায় আরও এক ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে রাফায় দখলদার বাহিনী স্থল হামলা পরিচালনার সময় হামাস যোদ্ধাদের প্রতিরোধ হামলায় উক্ত সেনার মৃত্যু হয় এবং এসময় অন্তত আরও সাত ইসরাইলি সেনা মারাত্মক ভাবে আহত হয়। হামাস এর সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড তাদের নিজস্ব টেলিগ্রাম বার্তায় বলেছে কোন অবস্থাতেই ইসরাইলের শর্তে নয় হামাসের শর্তে মেনেই যুদ্ধ বিরতি ইসরাইলিদের মুক্ত করার ব্যবস্থা করতে হবে। হামাস জানায় তাদের তিনটি শর্ত পুরন করলেই ইসরালীদের মুক্তি দেওয়া হবে প্রথমত গাজা হতে ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত স্থায়ী যুদ্ধ বিরতির ঘোষনা ও তা কার্যকর করতে হবে, তৃতীয়ত ইসরাইলের তারাড়ারে আটক ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। এদিকে লোহিত ও ভূমধ্যসাগরে হুতি যোদ্ধারা অপ্রতিরোধ্য হয়ে পড়েছে। তারা ব্যাপক শক্তি নিয়ে ইসরাইল সহ ইসরাইল সংশ্লিষ্ট জাহাজ গহুলোতেহাডমলা অব্যাহত রেখেছে। এদিগকে বহিঃবিশ্বে ইসরাইলিরা নিরাপদ নয় একের পর এক ইসরাইলি বিমান ছিনতাই প্রচেষ্টা চলছে। গাজায় আশ্রয় শিবির গুলোতে খাদ্যভাব সহ আশ্রীত শিশুদের মাঝে ব্যাপক ভাবে সংক্রমক রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে। পুরো গাজাকউপত্যকার দুর্ভিক্ষবস্থায় বিরাজ করছে খাবার অভাবে ফিলিস্তিনিরা মৃত্যুমুখে পতিত হচ্ছে।