শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

ইসরাইলের নিষ্ঠুরতা চলছেই ঃ জ্বলছে গাজা ঃ কাঁদছে গাজা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

দৃষ্টিপাত ডেস্ক ॥ বিশ্বের শত শত কোটি মানুষ প্রত্যক্ষ করছে ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলের বর্বরতা, প্রতিদিনই তারা ঐতিহাসিক শহর গাজা ভূ-খন্ড নিরস্ত্র ফিলিস্তীনিদের উপর বিমান হামলা পরিচালনা করছে। বাস্তহারা, বাঁচার জন্য, জীবনে বেঁচে থাকার জন্য নিরাপদ আশ্রয়ের খোজে ফেরা নিরস্ত্র আর অসহায় ফিলিস্তীনিদের উপর বিমান হামলা চলছে তো চলছে। ইসরাইলের হিংস্রতা হাসপাতালে চিকিৎসা গ্রহনের জন্য আশা আহত ফিলিস্তীনিদের উপর ও বর্বরতা থেমে নেই। ইতিমধ্যে হাসপাতালে বিমান হামলা চালিয়ে ইসরাইল বাহিনী অন্তত পাঁচশতাধিক ফিলিস্তীনিকে হত্যা করেছে। এখানেই শেষ নয় তারা আশ্রয় শিবির গুলোতেও হামলা পরিচালনা করছে। যে খানে আশ্রয় গ্রহনের ফিলিস্তীনিরা সমবেত হয়েছে সেখানেই হামলা পরিচালনা করছে এটাকে মধ্যযুগীয় বর্বরতা ছাড়া কিছু হতে পারে না। গাজা সীমান্তে লক্ষ্য লক্ষ্য সেনা মোতায়েন করেছে মধ্যযুগীয় হায়েনা ইসরাইল, তবে এখনও পর্যন্ত তারা গাজায় স্থল অভিযান পরিচালনা করা হতে বিরত আছে। ইসরাইলের বাহিনী যখন নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষ হামাসের হাতে আটক ইসরাইলের নাগরিকদের কে তখন হামাস যোদ্ধারা খাদ্য সহ চিকিৎসা দিয়ে মানবাকিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ফ্রান্স সহ অপরাপর পশ্চিমা বিশ্ব ইসরাইলকে সমর্থন জানিয়ে যাচ্ছে। কেবল মাত্র সমর্থন তা নয় পশ্চিমা বিশ্ব ইসরাইলকে অস্ত্র দিয়েও সহায়তা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরাইল সফর শেষ হতে না হতেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋসি সুনাক তেল আবিবে অবতরন করে বলেছে আমি এসেছি ইসরাইলের সরকার ত ইসরাইলের জনগনের পাশাপাশি থাকতে। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ন্যায় দেশগুলো যখন ইসরাইলের গণহত্যা কে সমর্থন জানাচ্ছে তখন আর বিশ্ব বিবেক কি চাইছে সেটা বলার অপেক্ষা রাখে না। হামাসের পক্ষ হতে হুশিয়ারী উচ্চারন করে বলা হয়েছে ইসরাইলের অপ্রতিরোধ্য শক্তিকে অবশ্যই নিশ্চিহৃ করা হবে। হামাসের কাছে অত্যাধুনিক অস্ত্রের মওজুদ আছে এমনটি আর বলার অপেক্ষা রাখে না। ইসরাইলের অতীতের হামলা গুলোতে সৌদি আরব সহ আরব দেশগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করলেও তা ছিল যৎসামান্য কিন্তু এবারে ইসরাইলের হামলার বিপক্ষে অবস্থানের পাশাপাশি নিরীহ ফিলিস্তীনিদের পাশে দাঁড়িয়েছে। সৌদি আরব প্রকাশ্যে ঘোষনা দিয়েছে যে তারা ইসরাইলের অমানবিকতার বিপক্ষে এবং তা রুখতে একযোগে কাজ করবে। আন্তর্জাতিক বিশ্বেচেয়ে দেখছে ইসরাইলের হিংস্রতা সেই সাথে ইসরাইলের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা ও গ্রহন করছে না এদিকে গত দুই দিনে হামাস ও হিজবুল্লাহ যোদ্ধার ইসরাইলের অভ্যন্তরে ব্যাপক ভিত্তিক রকেট হামলা পরিচালনা অব্যাহত রেখেছে। বাংলাদেশের সরকার এবং এদেশের জনগন নির্যাতিত এবং নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ফিলিস্তীনিদের পাশে আছে। আজ দেশ ব্যাপী রাষ্ট্রীয় শোকের ঘোষনা দিয়েছে সরকার। গতকাল দেশের সকল মসজিদ, মন্দির ও উপসানলয়ে দোয়া প্রার্থনা করা হয়েছে। গাজা জলছেই, কেবল জ্বলছে না গাজা কেঁদেই চলেছে। আহত ফিলিস্তীনিদের আত্ম চিৎকারে আকাশবাতাস ভারি হচ্ছে। হাসপাতাল গুলোতে লাশের মিছিল দীর্ঘ হতে দীর্ঘ হচ্ছে। একদিকে ফিলিস্তীনিরা বিমান হামলায় আহত এবং নিহত হচ্ছে অন্যদিকে খাদ্যভাবের অনুপস্থিতি, চিকিৎসা সংকট সব মিলে গাজার সর্বত্র মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। গত তেরদিন পাঁচ হাজারের অধিক ফিলিস্তীনি হত্যাকান্ডের শিকার হয়েছে। নিজ ভূমিতে পরবাসি হওয়ার পর এবার ফিলিস্তীনিরা নিশ্চিহৃ হতে চলেছে। এমন অবস্থা চলতে থাকলে গাজা শশ্মানে পরিনত হবে। ইসরাইল বাহিনী সেটাই হয়ত চাইছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com