শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ দক্ষিন আফ্রিকার দায়ের করা মামলা দীর্ঘ শুনানী শেষে আন্তর্জাতিক আদালতে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের আদেশ দেওয়ায় উক্ত আদেশকে স্বাগত জানিয়েছে হামাস। ফিলিস্তিনি জনগোষ্ঠীকে স্বাধীন করার আন্দোলনে রত হামাস যোদ্ধারা রায়কে স্বাগত জানানোর পাশাপাশি সন্তোষ প্রকাশ করে বলেছে এই রায়ের মাধ্যমে বিশ্বময় আবারও আশ্ব্স্ত হলো যে ইসরাইল গণহত্যা পরিচালনা করছে। রায়ে আন্তর্জাতিক আদালত আরও বলেছে যে গাজায় মানবিক বিপর্যয় রোধে জরুরী খাদ্য ও ঔষধ সরবরাহের সব ধরনের ব্যবস্থা গ্রহনের নির্দেশনা ও প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক আদালতের রায়কে ভন্ডামী ও বৈষম্য মূলক বলে অবহিত করেছে ইসরাইল। এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আন্তর্জাতিক আদালতের রায়কে পক্ষপাতিত্ব হিসেবে আখ্যায়িত করে বলেছে উক্ত রায় ইসরাইল কতটুকু মানতে বাধ্য। তিনি আরও বলেন হামাস সন্ত্রাসীরা ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে শত শত ইসরাইলিকে হত্যা সহ বন্দী করে নিয়ে যায় সে বিষয়ে রায়ে নেই। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যের জবাব অনেক পূর্বেই জাতিসংঘ মহাসচিব দিয়ে বলেছিল যে হামাস এবং হামাসের হামলা তো এক দিনে সৃষ্টি হইনি, দীর্ঘ দিনের বঞ্চনা, হত্যা, দখল দারিত্ব এবং অবরুদ্ধতাই হামাসকে শক্তিশালী, প্রতিবাদী করে তুলেছে। এদিকে গত সাত অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাসের হামলা ও ইসরাইলিদের হত্যা এবং বন্দী করার পর তেকে মুসলমানদের অতি পবিত্র স্থান খ্যাত আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরাইলি বাহিনী। গত শুক্রবার ও ফিলিস্তিনিদেরকে আল আকসায় জুম্মার নামাজ পড়তে বাঁধা প্রদান করলে হাজার হাজার ফিলিস্তিনি সড়কে দাঁড়িয়ে জুম্মার নামাজ আদায় করে। লেবাননকে হুমকি দেওয়ার চব্বিশ ঘন্টা অবতীর্ণ হতে না হতেই লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের সামরিক ঘাঁটিতে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে। ইসরাইলের সামরিক স্থাপনায় সামরিক হামলা অর্থাৎ ক্ষেপনাস্ত্র হামলার একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে হিজবুল্লাহ। উক্ত ভিডিও বার্তায় দেখা গেছে ইসরাইলের যে সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালিয়েছে উক্ত সামরিক ঘাটি হতে ইসরাইল বিভিন্ন স্থানে ক্ষেপনাস্ত্র হামলা পরিচালনা করে এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর অফিস, উক্ত স্থানেব মোসাদ অবস্থান পরবর্তি বিভিন্ন ধরনের গোয়েন্দা কর্মকান্ড পরিচালনা করতো। হিজবুল্লাহর হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ হতে স্বীকার করা হইনি। এদিকে গতকাল ও সাগরে হুতি যোদ্ধারা ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে। পশ্চিমা মিডিয়ার খবরে বলা হয়েছে লোহিত সাগরে দক্ষিন পশ্চিম এলাকাতে হুতি বিদ্রোহীরা উক্ত হামলা পরিচালনা করে হামলা পরবর্তী জাহাজটিতে আগুন ধরে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ হতে আবারও হুতিদের কঠিন বার্তা দিয়ে বলেছে হুতিদের দমনে মার্কিন যুক্তরাষ্ট্র এবার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হবে না। গাজার সর্বত্র ছড়িয়ে পড়েছে ক্ষুধা। গাজা বাসির উল্লেখযোগ্য অংশ ক্ষুধায় থাকছে। আন্তর্জাতিক আদালতের রায় প্রকাশের পর ইসরাইলের একদল বিক্ষোভকারী সীমান্ত দিয়ে গাজায় ত্রান প্রবেশ করতে বাঁধা দিচ্ছে। উত্তর গাজার মানবিক বিপর্যয় এতটুকু প্রবল আকার ধারন করেছে যে, সেখানে কোন খাদ্য বাহী যানবাহন প্রবেশ করলে ক্ষুধার্থ ফিলিস্তিনিরা হুড়মুড় করে খাদ্য গ্রহন করছে আবার নিয়মনীতি না মেনে পেটের জ্বালায় ত্রানের খাবার জোর করে নিয়ে নিচ্ছে। প্রতিজন ফিলিস্তিনির চেহারায় স্পষ্ট যে তারা ভয়ানক ক্ষুধায় কাতর। গাজা দৃশ্যতঃ হারিয়ে যেতে চলা ইতিহাসের সমৃদ্ধ নগরী। দখলদার ইসরাইলি বাহিনীর একের পর এক বিমান হামলা ও হত্যা যজ্ঞের ভয়ানক শিকার এক সময়ের সমৃদ্ধশালী নগরী গাজা। গতকাল ও খান ইউনিসে দখলদার ইসরাইলি বাহিনীর সাথে হামাস যোদ্ধাদের ভয়াবহ যুদ্ধ চলেছে। হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড তাদের নিজস্ব টেলিগ্রাফ পোষ্টে জানিয়েছে খান ইউনিসে দখলদার বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত হতাহত হচ্ছে। অপর একক ভিভডিও বার্তায় হামাসের উর্দ্ধতন কমান্ডারদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে আন্তর্জাতিক আদালতের রায়ই হতে পারে ইসরাইলের পরিনতি। শুক্রবার আন্তর্জাতিক আদালতের রায় ঘোষনার পর পুরো ফিলিস্তিনি জুড়ে বইছে আনন্দের বন্যা, পাশাপাশি চিকিৎসসা ও খাদ্যহীনতা গাজা বাসিকে চরম দুর্দশায় নিক্ষিপ্ত করেছে। ইসরাইলের জন্য আগামী দিন গুলো ভয়াবহ পরিনতি অপেক্ষা করছে এমন মন্তব্য করেছে ইরান, তুরস্ক, সৌদি আরব সহ আরব দেশগুলো, বিশ্বের শত শত কোটি মানুষ ইসরাইলের গণহত্যাকে ধিক্কার জানাচ্ছে সেই সাথে ইসরাইলের বিচারদাবী করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com