শনিবার, ০৪ মে ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপনাস্ত্র হামলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ দখলদার ইসরাইল গাজায় গণহত্যা, হামলা, বসতবাড়ী ধ্বংস আর গণগ্রেফতার অভিযান পরিচালনা করলেও গাজার মাটিতে যেমন প্রতিমুহুর্তে দখলদা ইসরাইলি বাহিনী হামাস যোদ্ধাদের দ্বারা হামলার শিকার হচ্ছে, হতাহত হচ্ছে অনুরুপ ভাবে নিজ দেশে ও নিরাপদ নয় ইসরাইলিরা। হিজবুল্লাহ যোদ্ধারা তাদের ঘোষনা ও প্রতিশ্র“তি মোতাবেক প্রতিনিয়ত ইসরাইলের ভু-খন্ডে ক্ষেপনাস্ত্র সহ রকেট হামলা পরিচালনা করে চলেছে। গতকাল কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র যোদ্ধা সংগঠন হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইসরাইলের ভূ-খন্ডে কয়েকদফা ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। আর সংগঠনটির ক্ষেপনাস্ত্র হামলা ছিল ইসরাইলের সামরিক ঘাঁটিতে। হিজবুল্লাহ যোদ্ধারা তাদের নিজস্ব টেলিগ্রাফ পোস্টে জানিয়েছেন উত্তর ইসরাইলের একর নগরীর সামরিক ঘাঁটিতে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। ইসরাইল হিজবুল্লাহর ক্ষেপনাস্ত্র হামলার বিষয়টি অবশ্য স্বীকার না করলেও ইসরাইলের সামরিক বাহিনী সূত্রে প্রকাশ যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দু’টি “ম্যরিয়াল টার্গেট” প্রতিহত করেছে। উল্লেখ্য গত সাত অক্টোবরের পর থেকে হিজবুল্লাহ গেরিলারা ইসরাইলের অভ্যন্তরে একের পর এক ক্ষেপনাস্ত্রও রকেট হামলা পরিচালনা করে আসলেও এবারের ক্ষেপনাস্ত্র হামলাটি দৃশ্যতঃ ইসরাইলের হৃদয়ে অর্থাৎ সেনা ঘাঁটিতে যা ইসরাইলের সম্মান মর্যাদা ও বিমান ও স্থল হামলায় কেবল ফিলিস্তিনিরা নির্মম হত্যাকান্ডের শিকার হচ্ছে তা নয়, দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় গাজার অন্তত সত্তরভাগ বসতবাড়ী ধ্বংস হয়েছে। লক্ষ লক্ষ ফিলিস্তিনি বাস্তচ্যুত হয়েছে, এরই মধ্যে দখলদার বাহিনী গাজায় বিভিন্ন আন্তর্জাতিক ত্রান সহায়তা কর্মিদের ত্রান সহ খাদ্য সহযোগীতা বিতরনে বাঁধা দিচ্ছে। ফিলিস্তিনিরা হত্যাকান্ডের ভয়ে খাদ্য সহযোগিতা গ্রহনে ঘরের বাইরে আসছে না আর এ কারনে তারা অভূক্ত থেকেই যাচ্ছে। গাজার ঘরে ঘরে না খেতে পারা ফিলিস্তিনিদের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। গতকাল কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে ত্রান বিতরনেই কেবল দখলদার বাহিনী বাঁধা দিচ্ছে তা নয় দখলদার বাহিনীর সদস্যরা গাজা অভ্যন্তরে ত্রানের গাড়ী প্রবেশ ও বাধা প্রদান করছে। গাজার হাসপাতাল গুলোর অধিকাংশ ধ্বংস করায় ফিলিস্তিনিরা চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে এবং মৃত্যুমুখে পতিত হচ্ছে। গতকাল ও রাফা শহরের আল নাসের হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দখলদার বাহিনী। একই দিনে রাফার আল নাসের হাসপাতাল কমপ্লেক্স এলাকার গণ কবরের সন্ধান এবং উক্তগণকবর হতে তিনশতাধীক ফিলিস্তিনির মৃত দেহ উদ্ধার করেছে রেডক্রসের সদস্যরা। আল জাজিরা টেলিভিশনের সচিত্র প্রতিবেদনে দেখা গেছে গাজায় খান ইউনিস ও রাফা এলাকার গণকবর গুলোতে ফিলিস্তিনি মায়েরা তাদের নিখোজ ও নিহত সন্তানদের মৃত দেহ খুজতে ভিড় জমাচ্ছে। গাজার হামাস নিয়ন্ত্রীত স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে যে, দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় গতকাল পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছইতে চলেছে। হামাস ইসরাইল যুদ্ধ বিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর আবার ও দুই পক্ষ যুদ্ধ বিরতি আলোচনায় বসার সম্প্রতি প্রদান করেছে বলে পশ্চিমা মিডিয়ার খবরে বলা হয়েছে। ফিলিস্তিনি পতাকার সাথে বিষ্ফরক থাকায় উক্ত পতাকায় লাথি মারায় তিন ইসরাইলি মারাত্মক ভাবে আহত হয়েছে। এদিকে হামাস এর পক্ষ হতে আবারও অভিযোগ করে বলা হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রে হামাসকে সুরক্ষা দিচ্ছে। লোহিত ও মধ্য সাগরে ইসরাইল ও ইসরাইলি সংশ্লিষ্ট জাহাজ গুলোতে হুতিদের হামলা চলছেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com