দৃষ্টিপাত ডেস্ক ॥ দখলদার ইসরাইলি বাহিনীর মূল লক্ষ্য ফিলিস্তিনিদেরকে নিশ্চিহৃ করা। বিশ্ব মানচিত্র হতে গাজাকে উপড়ে ফেলা, যে ভাবে দখলদার ইসরাইল তাদের ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে যেভাবেই পুরো গাজাকে দখলে নিয়ে ইসরাইলের সাথে সংযোগ ঘটানো আর তাই যুগের পর যুগ, বছরের পর বছর দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন পরিচালনা করে আসছে হত্যাকান্ড ঘটিয়ে আসছে। ইসরাইলের দখলদারিত্ব রুখতে ফিলিস্তিনিদের স্বাধীনতা অর্জনে, নিজেদের ভূখণ্ড আগলে রাখতে তাই বছরের পর বছর ফিলিস্তিনিরা যুদ্ধ সংগ্রাম করেছে ইসরাইলিদের বিরুদ্ধে যা বর্তমান সময় গুলোতেও অব্যাহত আছে কিন্তু বাস্তবতা হলো হামাস যে ভাবে বীরত্বের সাথে তাদের সক্ষমতা, ক্ষমতা সামর্থ ও দেশ প্রেমের মাধ্যমে দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ তথা প্রতিরোধ গড়ে তুলেছে তা বিশ্বের ইতিহাসে অনন্য অসাধারন অর্জন। আধুনিক সামরিক শক্তি,তথ্য প্রযুক্তি আর অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা তৎপরতাকে ছিন্ন করে হামাস গত বছরের সাত অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে ভয়াবহসামরিক অভিযান পরিচালনা করে উক্ত সামরিক অভিযানে হামাস সদস্যরা অন্তত সহস্রাধীক ইসরাইলিকে হত্যা করে এবং দুই শতাধীক ইসরাইলি সামরিক ও বেসামরিক নাগরিককে পন বন্দী হিসেবে অপরন করে নিয়ে আসে, যাদের একটি অংশকে যুদ্ধ বিরতির মাধ্যমে ইসরাইলে ফেরত পাঠায় অন্য বন্দীরা এখনও পর্যন্ত হামাসের হাতে বন্দী অবস্থায় দিনযাপন করছে সাত মাসের অধিক সময় অতিবাহিত হলেও দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা অব্যাহত ইসরাইলিদেরকে হামাসের বন্দী দশা থেকে মুক্ত করতে ব্যর্থ হয়। গত মাসের বেশী সময়ে এমন কোনদিন নেই যেদিনে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা গাজায় বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করেনি বা করছে না কিন্তু দখলদার ইসরাইলি বাহিনী পনবন্দীদেরকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। গতকাল হামাস যোদ্ধারা এক ইসরাইলি মার্কিন নাগরিকের ভিডিও প্রকাশ করেছে। হামাসের হাতে বন্দী তেইশ বছরের গোল্ডকার্প পোলিন এর ভিডিও প্রকাশের মাধ্যমে হামাসযোদ্ধারা আবারও জানান দিলো যে তাদের শক্তি, সাহস আর সক্ষমতার ধরন, হামাস এর অন্যতম নেতা খলিল আল হায়া বলেছেন অবশ্যই ফিলিস্তিনিরা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করবে। হামাস যোদ্ধারা কোন অবস্থাতেই দখলদার ইসরাইলিকে পরোনা করে না, দীর্ঘ অভিযান, বিমান হামলা এবং গাজায় গণহত্যা চালিয়েও দখলদার ইসরাইলি হামাসের বিশ শতাংশ ক্ষমতা ও সক্ষমতাও ধ্বংস করতে পারেনি দখলদার ইসরাইলি বাহিনী। হামাস লড়ে চলেছে তার পুর্ণাঙ্গ শক্তি দিয়ে। প্রতিদিনই দখলদার বাহিনীর সদস্যরা হামাসের দ্বারা প্রতিরোধ হামলার শিকার হচ্ছে। এদিকে গাজা আবারও দণ কবরের সন্ধান পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ইসরাইলের কাছে গাজায় গন কবরের সন্ধান বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ দাবী করে বলেছেন হত্যাকান্ডের নজির সৃষ্টিকারী নেতানিয়াহুর ক্ষমতায় থাকার অধিকার নেই। এদিকে গতকালও গাজার বিভিন্ন অংশে দখলদার ইসরাইলি বাহিনীর সাথে হামাস যোদ্ধাদের প্রতিরোধ হামলার ঘটনা ঘটেছে। ইসরাইলি বাহিনী রাফা শহরের ব্যাপক ধ্বংস স্তুপ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা ও আপত্তি স্বত্ত্বেও দখলদার বাহিনী রাফা শহরের গণহত্যা পরিচালনা করে চলেছে। দখলদার বাহিনী গণহত্যার পাশাপাশি ফিলিস্তিনিদেরকে গ্রেফতার নির্যাতন ও সম্পদ লুণ্ঠন করছে। গাজার ঐতিহাসিক খান ইউনিসের আল সিফা ও রাফার আল নাসের হাসপাতাল বর্তমান সময়ে ইতিহাসের অংশ হাসপাতাল দুইটি মৃত প্রায় এবং হাসপাতাল সংলগ্ন এলাকাতে ফিলিস্তিনিদের গণকবর। গতকালও গাজায় ত্রানবাহী যানবাহন প্রবেশে বাধা ও ত্রান বিতরন মুক্ত বাঁধা সৃষ্টি করেছে। দখলদার ইসরাইলি বাহিনী।