সোমবার, ০৫ মে ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করায় ৩ বখাটের কারাদণ্ড কলারোয়ায় সার্চ কমিটি বাতিলের দাবিতে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ দেবহাটা ছাত্রদলের আহবায়ক ফহরাদকে অব্যাহতি কালিগঞ্জে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে এক সন্তানের জননীর মৃত্যু ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ শিক্ষক কালিপদ রায় সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে ইসরায়েলে ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ড পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং ভারতের সেনা—বিমানবাহিনীর তথ্য পাকিস্তানে পাচার, গ্রেফতার ২

ইসরায়েলে ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

এফএনএস বিদেশ : ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে গতকাল রোববার সকালে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এয়ার ইন্ডিয়া দেশটির রাজধানী তেল আবিবের সব ফ্লাইট স্থগিত করেছে। বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনার পর দিল্লি থেকে তেল আবিবগামী তাদের একটি ফ্লাইট মাঝপথ থেকে ঘুরিয়ে আবুধাবিতে অবতরণ করেছে। খবর এনডিটিভির। বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বৈধ টিকিটধারী যাত্রীদের হয় ছাড় দেওয়া হবে, না হয় তাদের জন্য পুনরায় টিকিট বুকিংয়ের ব্যবস্থা করা হবে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘আজ বেন গুরিওন বিমানবন্দরে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট—এ১১৩৯ আবুধাবিতে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ফ্লাইটটি নিরাপদে আবুধাবিতে অবতরণ করেছে এবং শিগগিরই দিল্লিতে ফিরে আসবে। ফলস্বরূপ, আমাদের গ্রাহক এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেল আবিবে যাওয়া এবং আসার আমাদের কার্যক্রম ৬ মে পর্যন্ত স্থগিত থাকবে। আমাদের কর্মীরা গ্রাহকদের সহায়তা করছেন এবং বিকল্প ব্যবস্থা গ্রহণে তাদের সাহায্য করছেন।’ বিবৃতিতে বলা হয়, ‘৩ থেকে ৬ মে মধ্যে আমাদের ফ্লাইটের বৈধ টিকিটধারী গ্রাহকদের বাতিল করার জন্য পুনরায় টিকিট বুকিং অথবা সম্পূর্ণ টিকিটের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। আমরা আবারও জোর দিয়ে বলতে চাই যে, এয়ার ইন্ডিয়ার কাছে আমাদের গ্রাহক এবং ক্রুদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ উল্লেখ্য, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের প্রধান টার্মিনালের কাছে আঘাত হানার পর চারজন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিমানবন্দরে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, বেন গুরিয়ন বিমানবন্দর ‘এখন আর বিমান চলাচলের জন্য নিরাপদ নয়’। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে কেউ আমাদের ওপর আঘাত করবে, আমরা তাদের সাতগুণ বেশি শক্তিতে আঘাত করব।’ ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইরান—সমর্থিত হুথি বিদ্রোহীরা এর আগেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com