ইসলামকাটী প্রতিনিধি ॥ তালা উপজেলাযুব ফোরাম এর সম্ভাব্য সদস্য নির্বাচন ও যুব ফোরাম গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার ইসলামকাটী হলরুমে রূপান্তরের আস্তা প্রকল্পর আয়োজনে তালা উপজেলা যুব ফোরাম গঠন করা হয়। অনুষ্ঠিত সভায় প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মনিটরিং অফিসার তাহেরাতুল জান্নাত মোহনা, জেলা সমন্বয়কারী মাসুদ রানা প্রমুখ। উপজেলার ১২টি ইউনিয়নের ৩০ জন যুব প্রতিনিধির উপস্থিতি এবং সকলের সর্ব সম্মতিক্রমে সাংবাদিক কার্তিক আচায্য’কে আহবায়ক, মাসুদ রানা ও অলিভিয়া’কে যুগ্ন আহবায়ক করে (৩) সদস্য বিশিষ্ট তালা উপজেলা যুব ফোরাম কমিটি গঠন করা হয়।