স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনে আয়োজনে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা গতকাল বেলা ১১ টায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহসানিয়া মিশন আলিম মাদ্রাসারং অধ্যক্ষ মাওলানা মোঃ আলতাফ হুসাইন। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান। দোয়া পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ আবুল কালাম। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাঃ আসাদুল্লাহ।