সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লি: এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর ৬ষ্ঠ দিনের খেলা সুলতানপুর ক্লাব বনাম সেতু বন্ধন ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সেতুবন্ধন ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান করে। দলের পাভেল সর্বোচ্চ ৪৭ রান করে। প্রতিপক্ষের দিপু ৪টি উইকেট লাভ করে। জবাবে সুলতানপুর ক্লাব ব্যাট করতে নেমে ৩৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রান করে। ফলে সেতুবন্ধন ক্লাব ২রানে জয়লাভ করে। আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সেতু বন্ধন ক্লাবের কায়মুজ্জামান পাভেল।-প্রেস বিজ্ঞপ্তি