সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লি: পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে গতকাল ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর ৭ষ্ঠ দিনের খেলা গণমুখী সংঘ বনাম দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে। দলের সিদ্দিক ৩০ ও সাইদ ২৩ রান করে। প্রতিপক্ষের চপল ৫টি উইকেট লাভ করে। জবাবে গণমুখী সংঘ ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে ৬টি উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের রিপন ৩১, আশরাফুল ২৮ ও শামীম ২৪ রান করে। ফলে গণমুখী সংঘ ৪ উইকেটে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় গণমুখী সংঘের মুরাদ হোসেন চপল। আগামী ২৫ জানুয়ারী ইউনাইটেড ক্লাব বনাম সেবা সংঘের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি