ঢাকা ব্যুরো \ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার গঠনে দশ বিশিষ্ট নাগরিকের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। গতকাল মঙ্গলবার জাজেস লাউঞ্জে সার্চ কমিটির আহবায়ক ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে কমিটির সব সদস্য অংশ নেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সার্চ কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন। সাক্ষাৎতের সঙ্গে কমিটির সদস্যরা ইসি গঠনে বিশিষ্ট ব্যক্তিদের নাম হস্তান্তর করবেন। এদিন বিকেলে সার্চ কমিটির সদস্যরা সাক্ষাৎতের আমন্ত্রণ পেয়েছেন। তিনি বলেন, গত রবিবার সার্চ কমিটির আহবায়ক আপনাদের ব্রিফিং করে বিস্তারিত বলেছিলেন। তালিকায় থাকা ৩২৯ জনের মধ্যে থেকে দশ জনের নাম চূড়ান্ত করেছেন। কাদের নাম আছে সেটা আমি বলতে পারছি না। কারণ চূড়ান্তকরণের সময় আমি উপস্থিত ছিলাম না। গত ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন মেয়াদ পূর্ণ হয়। বতর্মান অভিভাবকহীন কমিশন। নতুন কমিশন নিয়োগের মাধ্যমে পূর্ণতা পাবে নির্বাচন কমিশন। উলেখ্য বিএনপিসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল ছাড়া নিবন্ধিত বেশকিছু দল ইসি গঠনে নাম প্রস্তাব করেছিল। এর বাইরে সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন মহল থেকে নাম প্রস্তাব করা হয়েছিল। সার্চ কমিটি নাম চূড়ান্ত করতে সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গেও সভা করেন। নিজস্ব সাতসহ অংশীজনসহ মোট এগারোটি সভায় দশ ব্যক্তির নাম চূড়ান্ত করলো সার্চ কমিটি।