শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

ইসি গঠনে দশজনের নাম চূড়ান্ত \ ২৪ তারিখ রাষ্ট্রপতির কাছে হস্তান্তর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকা ব্যুরো \ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার গঠনে দশ বিশিষ্ট নাগরিকের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। গতকাল মঙ্গলবার জাজেস লাউঞ্জে সার্চ কমিটির আহবায়ক ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে কমিটির সব সদস্য অংশ নেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সার্চ কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন। সাক্ষাৎতের সঙ্গে কমিটির সদস্যরা ইসি গঠনে বিশিষ্ট ব্যক্তিদের নাম হস্তান্তর করবেন। এদিন বিকেলে সার্চ কমিটির সদস্যরা সাক্ষাৎতের আমন্ত্রণ পেয়েছেন। তিনি বলেন, গত রবিবার সার্চ কমিটির আহবায়ক আপনাদের ব্রিফিং করে বিস্তারিত বলেছিলেন। তালিকায় থাকা ৩২৯ জনের মধ্যে থেকে দশ জনের নাম চূড়ান্ত করেছেন। কাদের নাম আছে সেটা আমি বলতে পারছি না। কারণ চূড়ান্তকরণের সময় আমি উপস্থিত ছিলাম না। গত ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন মেয়াদ পূর্ণ হয়। বতর্মান অভিভাবকহীন কমিশন। নতুন কমিশন নিয়োগের মাধ্যমে পূর্ণতা পাবে নির্বাচন কমিশন। উলে­খ্য বিএনপিসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল ছাড়া নিবন্ধিত বেশকিছু দল ইসি গঠনে নাম প্রস্তাব করেছিল। এর বাইরে সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন মহল থেকে নাম প্রস্তাব করা হয়েছিল। সার্চ কমিটি নাম চূড়ান্ত করতে সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গেও সভা করেন। নিজস্ব সাতসহ অংশীজনসহ মোট এগারোটি সভায় দশ ব্যক্তির নাম চূড়ান্ত করলো সার্চ কমিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com