শুক্রবার, ১০ মে ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ আশরাফুজ্জামান আশু। এ সময় তিনি বলেন, ক্রিকেট অঙ্গনে সাতক্ষীরার ব্যাপক ভূমিকা রয়েছে। সাতক্ষীরার সন্তান মোস্তাফিজ- সৌম্য সরকার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘদিন খেলা করে যাচ্ছে। সকল খেলায় সাতক্ষীরার সন্তানদের স্থান সর্ব শীর্ষ। আগামীতে আরও ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে। এসময় উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধাঃ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহীন,মীর তাজুল ইসলাম রিপন,মহিলা ক্রীড়া সংস্থার সাধাঃ সম্পাদক ফারহা দীবা খান সাথী,জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন,খন্দকার আরিফ হাসান প্রিন্স,লুৎফর রহমান, মোঃ রুহুল আমিন, মোঃ কবিরুজ্জামান রুবেল, বিসিবির প্রতিনিধি মুফাচ্ছিনুল ইসলাম তপু,কাজী কামরুজ্জামান। খেলায় কুষ্টিয়া জেলা দল প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারের মধ্যে ৪২ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে। সাতক্ষীরা জেলা দল জবাবে ৩৫ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় ম্যানঅবদা ম্যাচ নির্বাচিত হন তামিম শাহরিয়ার সামী। এ সময় চিড়িয়া সংস্থার নেতৃবৃন্দ ও ক্রিকেট প্রেমিক দর্শক উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com