আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ৮০পিস ইয়াবাসহ সাইফুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশাশুনি থানা পুলিশ। বুধবার তাকে শোভনালী ইউনিয়নের বদরতলা থেকে ইয়াবা বিক্রয় কালে আটক করে। সাইফুল ইসলাম দেবহাটা উপজেলার খলিশাখালির চরপাটা এলাকার মৃত আবু বক্কার গাজীর পুত্র। জানা গেছে, সে এর আগেও মাদকদ্রব্যসহ ডাকাতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়। এবিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে। এছাড়াও সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। আমরা তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।