আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের যৌথ অভিযানে এক ইয়াবা সেবনকারীকে আটক করে ভ্রাম্যমান আদালতে ১৪ দিনের জেল ও ১শত টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। অভিযান পরিচালনা করে আশাশুনি সদর ইউনিয়নের ধান্যহাটী গ্রামের নুরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (২৭) কে ইয়াবা সেবন করা অবস্থায় দুই পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। আটককৃত আসাীকে ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ানুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১৪ দিনের জেল ও ১শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান পরিচালনা কালে এসআই গোলাম মোস্তফা, এএসআই আনিসুর রহমান সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। একই দিন বিকালে আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।