বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ইয়ূথ এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার ৩০ জুলাই শ্যামনগর সরকারি মহসিন কলেজ চত্বরে ফলজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রতাপ কুমার রায়, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পরিমল কৃষ্ণ মন্ডল, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মিজানুর রহমান, ভুগোল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রেজাউল ইসলাম, ইয়ুথ এ্যাসোসিয়েশনের পরিচালক সাইদী হাসান বুলবুল, সহ-পরিচালক ইব্রাহিম খলিল, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, মোমিনুর রহমান, মিনার হোসেন, মাসুম বিলাহ, শাহিনুর রহমান প্রমূখ।