এফএনএস বিদেশ : ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, তেলবাহী একটি জাহাজকে হুদাইদা বন্দরে ভিড়তে দেয়ার অনুমতি দেয়নি সৌদি নেতৃত্বাধীন জোট। জাতিসঙ্ঘের মধ্যস্থতায় ইয়েমেন এবং আরব জোটের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে সৌদি আরবের এই পদক্ষেপ তার সুস্পষ্ট লঙ্ঘন। ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির মুখপাত্র ইসাম আল-মোতাওয়াকিল গত রোববার এক টুইটার বার্তায় জানিয়েছেন, জাতিসঙ্ঘের পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেয়ার পরও ভিভিয়ানা নামে একটি তেলবাহী জাহাজ আটক করেছে সৌদি জোট। জাহাজটিতে ৩০ হাজার ৩১৪ টন তেল রয়েছে। মোতাওয়াকিল জানান, তদন্ত করে এই তেলবাহী জাহাজ হুদাইদা বন্দরে ভিড়তে দেয়ার জন্য ক্লিয়ারেন্স দিলেও সৌদি জোট তা আটক করেছে এবং বর্তমানে সৌদি জোটের হাতে এ ধরনের দুটি তেলবাহী জাহাজ আটক রয়েছে। এর আগে গত শুক্রবার সৌদি জোট ৩০ হাজার টন তেলবাহী আরেকটি জাহাজ আটক করে। মোতাওয়াকিল বলেন, যুদ্ধবিরতি সত্তে¡ও সৌদি জোট ইয়েমেনের তেলবাহী ট্যাংকারগুলো আটকের ক্ষেত্রে জলদস্যুদের মতো আচরণ করছে। ২০১৫ সালের ২৬ মার্চ সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে। এরপর থেকে আরব জোট ইয়েমেনের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে যার কারণে জ¦ালানি তেল, খাদ্য ও ওষুধের মতো মৌলিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মারাত্মক অভাবে পড়েছে ইয়েমেনের সাধারণ মানুষ। সূত্র : পার্সটুডে