দৃষ্টিপাত ডেস্ক ॥ হামাস কে নির্মূল করার শেষ কথা ইসরাইলের এমন প্রত্যাশা আর বক্তব্য দিনে দিনে ফিকে হতে চলেছে। তিন মাসের অধিক সময় যাবৎ ইসরাইলি বিমান বাহিনী আর আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যুদ্ধ ট্রাংক গাজায় অভিযান পরিচালনা করেও হামাস কে নির্মূল এবং নিয়ন্ত্রন করতে কেবল ব্যর্থ হইনি, চরম ভাবে পরাজিত হয়েছে। এমন কোন দিন নেই যে দিনে বা সময়ে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের দ্বারা হামলার শিকার হচ্ছে না। ইসরাইলের মত শক্তিশালী দেশটি প্রত্যক্ষ করেছে এবং হজম করেছে একই দিনে তাদের চব্বিশ জন সেনার মর্মান্তিক ভাবে নিহত হওয়ার দৃশ্য। গতকালও ইসরাইলের বিমান বাহিনীর বিমনা গুলো গাজার ধ্বংস হওয়া উত্তরাঞ্চলের নিভু নিভু এলাকাগুলোতে বিমান হামলা পরিচারনা করেছে। একই সাথে পশ্চিম গাজাতেও ব্যাপক ভাবে হামলা চালিয়ে অন্তত শতাধিক ফিলিস্তিনিদের কে হত্যা করেছে। এদিকে হুতি যোদ্ধারা গতকাল লোহিত সাগরে ইসরাইলের একটি বানিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ব্যাপক ভিত্তিক ক্ষতিগ্রস্থ করেছে আল জাজিরার খবরে বলা হয়েছে ইউরোপ হতে পণ্যবাহি জাহাজ টি লোহিত সাগরের দক্ষিন অংশ যে অংশে হুতিদের অবস্থান শক্তিশালী সেই এলাকা ত্যাগ করে পূর্ব পশ্চিম এলাকা দিয়ে অগ্রসর হচ্ছিল এ সময়ে হুতি যোদ্ধারা ইসরাইলের জাহাজের কাছাকাছি এসে ড্রোন হামলা পরিচালনা করলে জাহাজটিতে অগ্নীসংগযোগ এর ঘটনা ঘটে। উল্লেখ্য লোহিত সাগরে ইসরাইল, ইসরাইল সংশ্লিস্ট সর্বপরি পশ্চিমা জাহাজ গুলোর নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষে মার্কিন ও বৃটিশ জাহাজ এর নিয়মিত অবস্থান থাকলেও হুতিদের নির্মূল যেমন করতে পারছে না অনুরুপ ভাবে তারাও নিরাপদ নয়। কয়েকদিন পূর্বে একই সাগরে অবস্থানরত মার্কিন যুক্ত জাহাজে হুতি যোদ্ধারা ড্রোন হামলা পরিচালনা করে ব্যাপক ক্ষতি সাধন করে। লোহিত সাগরে ইসরাইলের জাহাজে হুতিদের ড্রোন হামলার পর পরই মার্কিন যুক্তরাষ্ট্র ও বৃটেন ইয়েমেনে হামলা পরিচালনা করে। কাতারে ভিত্তিক আল জাজিরা টেলিভিশন জানিয়েছে গভীর রাতে ইয়েমেনের আকাশে মার্কিন ও বৃটেনের বিমান চক্কর দিতে থাকে এবং মুহুর্তের মধ্যে হুতি অবস্থানের উপর হামলা করতে থাকে। আল জাজিরা টেলিভশন আরও জানিয়েছে দেশটির সরকারের পক্ষ হতে মার্কিন ও বৃটেনের হামলাকে কাপুরুষের হামলা হিসেবে অবহিত করেছে। হুতিদের পক্ষ হতে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলা হয়েছে মার্কিন ও বৃটেনের হামলার সময় মত জবাব দেওয়া হবে। উল্লেখ্য হুতিদের একটাই কথা যে তারা তখনই কেবল হামলা বন্ধ করবে যখন ইসরাইল গাজায় বিমান হামলার মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদের হত্যাকান্ড বন্ধ করবে। প্রতিদিনই ইসরাইলের হামলা চলছে গাজায়। এদিকে খান ইউনিস যেন আগুনের ফুলকি আর লাশের শহরে পরিনত হয়েছে। ভূ-প্রকৃতির দিক দিয়ে খান ইউনিস পাহাড়, পর্বত, উঁচু নিচু বন্ধুর এলাকা যে কারনে দখলদার ইসরাইল বাহিনীর সেনারা খান ইউনিসের প্রাকৃতিক পরিবেশ, যাতায়াত যোগাযোগ সম্পর্কে সম্যক্ষ ধারনা না পাওয়ায় অধিকতর ক্ষতির সম্মুখিন হচ্ছে। অবশ্য হামাস যোদ্ধাদের শক্তিশালী অবস্থান আর অপ্রতিরোধ্যতা দখলদার বাহিনীকে পিছু হাটতে ও হতাহতের শিকারে পরিনত করছে। হুতিদের ন্যায় লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের অন্যতম হুমকি যতদিন পর্যন্ত ইসরাইল ফিলিস্তিনিদের হত্যা রকবে ততোদিন পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধারা তাদের হামলা অর্থাৎ ইসরাইলের অভ্যন্তরে হামলা চালাতে থাকবে। গতকালও হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। ইসরাইলের রাজধানী তেল আবিব সহ আরও একাধিক শহরে হিজবুল্লাহ যোদ্ধারা ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহ যোদ্ধাদের ছোড়া ড্রেনা হামলার সময়ে ইসরাইলের রাজধানী তেল আবিব সহ অন্যান্য শহর গুলোতে সাইরেন বাঁচতে থাকে। ইহুদীরা যে যার ন্রায় নিরাপদে আশ্রয় নিতে তাকে। এদিকে গতকালও গাজায় খাদ্য শষ্য ঢুকতে বাঁধা প্রদান করেছে ইসরাইলি সেনারা। গাজার হাসপাতালের ধ্বংস স্তুপে ও সড়কে সড়কে ছড়িয়ে থাকা ফিলিস্তিনিদের লক্ষ গতকাল ও রেডক্রসের সদস্যরা কুড়িয়ে গণ কবরে সমাহিত করেছে। সর্বাপেক্ষা বেদনায় ঘটনা ইসরাইলি সেনারা সাধারন মানুষ, ডযাক্তার সহ বিভিন্ন পেশাজীবী সেজে ফিলিস্তিনিদের গুপ্ত হত্যা করছে। গতকাল গাজার একটি স্কুলে হাত, পা, চোখ বাঁধা অবস্থায় ত্রিশ/পয়ত্রিশ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে সাধারণ ফিলিস্তিনিরা। গাজার সর্বত্র চলছে হাহাকার আর আর্তনাদ। এদিকে কাতারের মধ্যস্থতায় হামাস আর ইসরাইলের মধ্যকার যুদ্ধ বিরতির বিষয়টি অগ্রসর হচ্ছে। আল জাজিরা জানিয়েচে যুদ্ধ বিরতির শর্তসম্বলিত খসড়া তালিকা ইতিমধ্যে হামাস ও ইসরাইলের হাতে পৌছে দেওয়া হয়েছে। হামাস এখনও পর্যন্ত তাদের অবস্থানে অটল যে, গাজায় স্থায়ী হামলা বন্ধই একমাত্র যুদ্ধবিরতি চুক্তি সফল হতে পারে।