বিষ্ণুপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ ঈদের আর মাত্র কয়েকদিন বাকী। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়ার গরু ছাগলের হাট। বিশেষ করে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কুশুলিয়া হাটে দেশীয় গরু ও ছাগলের হাট জমে উঠেছে। এদিকে প্রচুর পরিমাণে গরু-ছাগল আমদানি বিক্রি হচ্ছে । এখন পর্যন্ত ভারতীয় গরু দেখা না গেলেও বিক্রেতা ও ক্রেতা উভয়েই গরু কেনা-বেচায় খুশি নন। ক্রেতাদের অভিযোগ- দাম বেশি আর বিক্রেতাদের অভিযোগ তেমন দাম মিলছে না। প্রতি সাপ্তাহিক হাটে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা গরু ও ছাগল। এ হাটের ইজারাদের সার্বিক সহযোগিতার কারনে কোনো ধরনের চুরি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এতে করে দুরের ক্রেতা ও বিক্রেতারা এ হাটে এসে অনায়াসে ক্রয়-বিক্রয় করতে পারে। গতকাল বুধবার সরজমিনে গিয়ে দেখা যায় মৌতলা গ্রাামের গরু ব্যবসায়ী আবু সাঈদ বলেন আমার দুই টা গরু কুরবানীর জন্য বিক্রয় করতে নিয়ে এসেছি দাম হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা, এই দামে বিক্রি না হলে আমার খরজের টাকা উঠবে না। বাসতলা থেকে আসা মজিদ গাজী তিনি বলেন প্রতি বছর কুরবানীর জন্য গরু ক্রয় করি কিন্তু এবছর দাম অনেক বেশি, এদিকে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুশুলিয়া হাটের ইজারাদাররা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যাতে করে এ হাটে সব ধরনের ক্রেতা ও বিক্রেতারা এসে ক্রয়-বিক্রয় করতে পারে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এ হাটে গরু ও ছাগল ক্রয়-বিক্রয় হয়ে থাকে। ফলে ঈদকে সামনে রেখে দিন দিন দেশীয় গরু-ছাগলের অন্যতম জমজমাট হাটে রুপান্তর হচ্ছে কুশুলিয়ার হাট।