বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদুল আযহার নামাজ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর কেন্দ্রিয় ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আফজালুল হক, থানা পুলিশ পরিদর্শক তদন্ত সানোয়ার হুসাইন মাসুম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কমিটির সদস্য আলহাজ্ব জি এম আকবর কবির, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক, সাবেক ব্যাংক কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্ব শেখ ফেরদৌস হোসেন লালু প্রমুখ। সভায় আগামী ১০ জুলাই রবিবার পবিত্র ঈদুল আযহার নামাজ সুস্থভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয় এবং সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাতের সময় নির্ধারণ করা হয় সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।