বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

ঈদের কেনাকাটা করতে পথে প্রাণ গেলো স্ত্রীর স্বামী হাসপাতালে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

কালিগঞ্জ ব্যুরো ঃ ঈদের কেনাকাটা আর হলো নয়ন রেহানার সংসারের। ঘাতক ট্রাক কেড়ে নিলো রেহানার প্রাণ, স্বামী নয়ন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি গতকাল বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলার কলেজ মোড়ে ঘটেছে। প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানাগেছে, শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের শেখ নয়ন হোসেন (৩০) তার স্ত্রী রেহানা পারভীন (২২) কে নিয়ে ঈদের কেনাকাটা করতে নাজিমগঞ্জ বাজার যাচ্ছিলো। প্রতিমধ্যে শ্যামনগর টু কালিগঞ্জ সড়কের কালিগঞ্জ কলেজ রোডে পৌছালেই বালিভর্তি ট্রাক (যশোর -ট- ১১-৩৩১৮) তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই স্ত্রী রেহানা পারভীন মৃত্যুরকোলে ঢলে পড়ে। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম দ্রুত স্বামী স্ত্রী দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহানাকে মৃত্যু ঘোষনা করে ও স্বামী শেখ নয়নকে চিকিৎসা সেবা প্রদান করেন। কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ এবাদ আলী এ তথ্য নিশ্চিত করে। তিনি বলেন ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালককে এখনো আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com