হুসাইন বিন আফতাব, ঈশ্বরীপুর (শ্যামনগর) থেকেঃ আসন্ন ঈদুল ফিতরের আনন্দ শিশুদের সাথে ভাগ করতে চায়না প্রবাসী সাঈদ হোসেন শাহীনের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরীপুরের ফয়সালাবাদ অরফানেন্স ট্রাস্ট চ্যারিটেবল হিফয মাদরাসার ০৭ জন ইয়াতিম শিশুদের মাঝে এ পোশাক বিতরণ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চায়না প্রবাসী সাঈদ হোসেন শাহীন। উলেখ্য ফয়সালাবাদ অরফানেজ ট্রাস্ট হিফজ মাদ্রাসায় ১০ জন ইয়াতিম শিক্ষার্থী সম্পূর্ণ বিনা খরচে অধ্যায়ন করে আসছে। তাদের মুখে হাসি ফুটানোর জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তাদেরকে নতুন পোশাক উপহার দেয়া হয়েছে। মাদ্রাসাটি সুনামের সাথে পাঠদান করে চলছে। চায়না প্রবাসী জনাব সাঈদ হোসেন শাহীন প্রতিষ্ঠানটি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান মাওলানা মুহিত মুন্না, মাদ্রাসা মসজিদের ইমাম হাফেজ অহিদুজ্জামান প্রমুখ।