শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

ঈশ্বরীপুরে সংসদ সদস্য আতাউল হক দোলনকে গণসংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে সাতক্ষীরা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন এর শুভেচ্ছা বিনিময় ও গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ জানুয়ারি বুধবার বিকাল ৪ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের আয়োজনে ঈশ্বরীপুর আজাদ মঞ্চে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জি এম জিএম শোকর আলী এর সভাপতিত্বে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে ফুলের মাল্য ও সম্মাননা ক্রেস্ট দিয়ে গণসংবর্ধনা প্রদান করা হয়। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া, মাল্য ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমি কৃতজ্ঞতা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে। আপনাদের ভালোবাসায় আজ আমি সংসদ সদস্য হতে পেরেছি। আমি সমগ্র শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের মহামূল্যবান ভোটের প্রতিদান দিতে পারি। আমার প্রথম কাজ হবে সাতক্ষীরা-০৪ আসনকে দালাল, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা। সরকারের চলমান উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে পারি এজন্য সকলের কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা বাংলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com